Michel Pont

বাংলাদেশ ও শ্রীলঙ্কার থেকেও বেশি যুদ্ধবিমান রয়েছে এই ব্যক্তির কাছে!

কয়েক হেক্টর জায়গা জু়ড়ে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন দেশের যুদ্ধবিমান। মিগ, এফ ১৬ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান। খুব কাছ থেকে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স-সহ বিভিন্ন দেশের এই যুদ্ধবিমান ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়েছে কখনও? সেই সুযোগই করে দিয়েছেন ফ্রান্সেরই এক ব্যক্তি। একটা বা দুটো নয়, শ’খানেক যুদ্ধবিমানের মালিক তিনি। তাঁর সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৯ ১৫:৫৫
Share:
০১ ১২

কয়েক হেক্টর জায়গা জু়ড়ে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন দেশের যুদ্ধবিমান। মিগ, এফ ১৬ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান। খুব কাছ থেকে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স-সহ বিভিন্ন দেশের এই যুদ্ধবিমান ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়েছে কখনও? সেই সুযোগই করে দিয়েছেন ফ্রান্সেরই এক ব্যক্তি। একটা বা দুটো নয়, শ’খানেক যুদ্ধবিমানের মালিক তিনি। তাঁর সম্পর্কে জেনে নেওয়া যাক।

০২ ১২

মিশেল পন্ত। বছর সাতাশির অবসরপ্রাপ্ত এক সেনাকর্মী। এক জন ওয়াইন ব্যবসায়ী। তাঁর সংগ্রহে রয়েছে ১১০টি যুদ্ধবিমান।

Advertisement
০৩ ১২

ফ্রান্সের বিউনে বার্গান্ডি পাহাড়ে কয়েক হেক্টর জায়গা জুড়ে রয়েছে মাইকেলের একটি বিশাল দুর্গ। সেই দুর্গের বাগানেই রাখা রয়েছে এই যুদ্ধবিমানগুলো।

০৪ ১২

শুধু যুদ্ধবিমানই নয়, মাইকেলের সংগ্রহে রয়েছে ২০০টি বহুমূল্যবান পুরনো বাইক ও ৩৬টি রেসিং কার।

০৫ ১২

মাইকেল নিজে এক জন পাইলট ছিলেন। সেনায় থাকাকালীনই যুদ্ধবিমান সংগ্রহের নেশা চেপে যায় তাঁর। একটা, দুটো থেকে বাড়তে বাড়তে এখন ১১০টি যুদ্ধবিমানের মালিক তিনি।

০৬ ১২

১৯৮০ সাল থেকে সংগ্রহ শুরু করেন মিশেল। একটি রেস জেতার জন্য সেনার তরফে পুরস্কার হিসেবে তাঁকে একটি যুদ্ধবিমান দেওয়া হয়।

০৭ ১২

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম আছে মিশেলের। সেখানে তিনি বলেছেন, যুদ্ধবিমান সংগ্রহ করে তিনি আনন্দ পান। নিজে পাইলট হওয়ায় বাহিনীর সঙ্গে যোগাযোগ ছিলই। তাই বাতিল হওয়া বিমানগুলি তিনি বাহিনীর কাছ থেকে কম দামে কিনতে শুরু করেন।

০৮ ১২

যুদ্ধবিমান ছাড়াও মাইকেলের সংগ্রহে এত ধরনের গাড়ি রয়েছে যে তাঁর দুর্গে ৯টি সংগ্রহশালা খুলতে হয়েছে।

০৯ ১২

সম্প্রতি অত্যাধুনিক এফ-১৬ বিমানও তাঁর সংগ্রহের তালিকায় যুক্ত হয়েছে। এ ছাড়াও তাঁর সংগ্রহের তালিকায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমান, মিগ ২১, ব্রিটিশ জমানার সিঙ্গল ইঞ্জিনের ডিএইচ ১১২ ভেনম।

১০ ১২

এ ছাড়াও মাইকেলের সংগ্রহে রয়েছে দাসোর সিঙ্গল ইঞ্জিনের মিরাজ থ্রি যুদ্ধবিমান, বেলজিয়াম বিমান বাহিনীর ব্যবহৃত মিরাজ ৫ বিএ। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার ব্যবহৃত ভটএফ-৮ ক্রুসেডারের মতো বিমানও।

১১ ১২

২০১৯-এ গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স-এর রিপোর্ট বলছে, বাংলাদেশের রয়েছে ৯০টি যুদ্ধবিমান এবং শ্রীলঙ্কার রয়েছে ৭৬টি। সেখানে মাইকেলের নিজের সংগ্রহেই রয়েছে ১১০টি। যদিও তাঁর কাছে যে যুদ্ধবিমান রয়েছে, সেগুলো এখন আর সক্রিয় নেই। নিজের সংগ্রহশালাতেই মাইকেল এই যুদ্ধবিমানগুলোকে সাজিয়ে রেখেছেন প্রদর্শনীর জন্য।

১২ ১২

প্রতি বছর প্রায় ৩০ হাজার পর্যটক আসেন মাইকেলের এই সংগ্রহশালা দেখার জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement