একদিকে সাংবাদিক সিরিল আলমেইডার লেখা ঘিরে বিতর্কে আর তাঁকে দেশবন্দি করার ফতোয়া ঘিরে নিন্দার ঝড়ে জেরবার দশা। তার মধ্যেই পাক সরকার, সেনা ও গুপ্তচর সংস্থার মুখ পোড়ালো পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার। পাক সরকার ‘আর একটু সাহস দেখালে’ কাশ্মীর অনায়াসেই দখল করা যাবে বলে জইশের মুখপত্রে নওয়াজ শরিফকে ‘পরামর্শ’ দিয়েছে মাসুদ। এই বিড়ম্বনার মধ্যেই সিরিল-প্রশ্নে নওয়াজ সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে পাকিস্তানের আরও একটি সংবাদপত্র। জঙ্গি নেতাদের ধরলে সমস্যা হবে, পাক সরকারের এই যুক্তি উড়িয়ে দিয়েছে তারা।