—প্রতিনিধিত্বমূলক চিত্র।
চিনে কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ চিনের গুইঝোউ প্রদেশে প্যাঙ্গুয়ান শহরের কয়লাখনিতে রবিবার আগুন লাগে। আগুনের কারণে খনির মুখ বন্ধ হয়ে গিয়েছিল। সেখান থেকে ভিতরেও আগুন ছড়িয়ে পড়ে।
প্যানঝোউ শহরের প্রশাসনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা কয়লাখনির ভিতরে আটকে পড়েছিলেন। খনির মুখে, যেখান দিয়ে কয়লা উত্তোলন করা হয়, সেখানে আগুন লেগেছিল। ফলে ভিতরে যাঁরা ছিলেন, বাইরে বেরিয়ে আসতে পারেননি। প্রাথমিক তদন্তের পর এই তথ্য জানতে পেরেছে পুলিশ।
চিন বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ। গ্রিনহাউস গ্যাসই বায়ুদূষণের মূল কারণ। কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস সবচেয়ে বেশি নির্গত হয় চিনের বিভিন্ন কলকারখানা থেকে। বিদ্যুতের জোগানের জন্য চিন কয়লার উপর নির্ভর করে থাকে। বায়ু এবং সৌরশক্তির মতো প্রাকৃতিক উপাদানকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা গেলেও চিনের প্রধান নির্ভরশীলতা কয়লাতেই। সেই কয়লার খনিতেই দুর্ঘটনা ১৬ জনের প্রাণ কেড়েছে।
চিনের বিভিন্ন কয়লাখনিতে দুর্ঘটনা লেগেই থাকে। বর্তমানে দেশের নানা প্রান্তে কয়লাখনিতে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হয়েছে। কিন্তু মৃত্যু ঠেকানো যায়নি।