ফাইল চিত্র।
পল ম্যাকার্টনির হাতে লেখা দ্য বিটলসের জনপ্রিয় গান হে জুড’-এর পান্ডুলিপি বিক্রি হল ন’লক্ষ দশ হাজার ডলারে। শুক্রবার অনলাইন নিলামে এই পান্ডুলিপিটি বিক্রি হয়।
দ্য বিটলসের ঐতিহাসিক বিচ্ছেদের ৫০তম বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের হার্ড রক কাফেতে নিলামটি হওয়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারির জেরে অনলাইনেই নিলামের আয়োজন করা হয়। আয়োজক ক্যালিফর্নিয়ার নিলাম সংস্থা জুলিয়েনস অকশনস। নিলাম সংস্থাটি জানিয়েছে, প্রত্যাশিত মূল্যের প্রায় ন’গুণ বেশি দামে বিক্রি হল পান্ডুলিপিটি। ‘হে জুড’-এর পান্ডুলিপি ছাড়াও দ্য বিটলসের ২৫০টি স্মারক নিলামে তোলা হয়েছিল। দ্য বিটলসের লোগো দেওয়া একটি ড্রামহেড, যা ১৯৬৪ সালে ব্যান্ডটির প্রথম আমেরিকা সফরে ব্যবহার করা হয়েছিল, বিক্রি হল দু’লক্ষ ডলারে।