Paris

প্যারিসের ব্যস্ততম স্টেশনে ছুরি নিয়ে হামলা! বেশ কয়েক জন আহত, পরে গ্রেফতার দুষ্কৃতী

বুধবার সকালে ইউরোপের ব্যস্ততম স্টেশন গার ডু নরে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালান এক ব্যক্তি। অন্তত ৬ জন ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

প্যারিস শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১৫:৪৭
Share:

প্যারিসের গার ডু নর স্টেশনে ছুরি হাতে হামলা দুষ্কৃতীর। ছবি: রয়টার্স।

আবার রক্তাক্ত ফ্রান্স। এ বার রাজধানী প্যারিসে একটি রেলস্টেশনের কাছে ছুরি নিয়ে হামলা এক অজ্ঞাতপরিচয়ের। বেশ কয়েকজনকে ছুরি মারার পর পুলিশ তাঁকে ধরে ফেলে। ঘটনা ঘিরে উত্তেজনা ফ্রান্সের রাজধানীতে।

Advertisement

বুধবার সকালে প্যারিসের গার ডু নর স্টেশনের কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন আশপাশের লোকেদের উপর। মুহূর্তে ব্যস্ত স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বন্দুকের সাহায্যে ওই ব্যক্তিকে নিরস্ত করে এবং গ্রেফতার করে। ছুরিকাঘাতে অন্তত ছ’জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। কী উদ্দেশ্যে ওই ব্যক্তি এমন হামলা করলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

প্যারিসের গার ডু নর স্টেশন গোটা ইউরোপেই অত্যন্ত ব্যস্ত স্টেশন বলে পরিচিত। লন্ডন থেকে শুরু করে উত্তর ইউরোপের বিভিন্ন শহরে যেতে হলে এই স্টেশন থেকেই ট্রেনে চাপতে হয়। সারা দিনই যাত্রী কোলাহলে মুখরিত থাকে গার ডু নর। সেখানেই বুধবার সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement