প্রতীকী ছবি।
ডাকাতি ও মারধরের ঘটনায় অভিযুক্ত ছিল এক তরুণ। তাকে গ্রেফতার করতে তার বাড়িতে সদলবলে হাজির হয়েছিল পুলিশ। কিন্তু পুলিশকে আটকাতে ধুন্ধুমার কাণ্ড বাধালেন অভিযুক্তের বাবা। একটি মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে পুলিশের দিকে তাক করেন তিনি। অভিযুক্তের মা-ও ছেলেকে ধরে নিয়ে যেতে বাধা দেন পুলিশকে। বাবা ও মা দু’জনেরই দাবি ছিল, ছেলেকে গ্রেফতার করা যাবে না। আমেরিকার ভারমন্ট প্রদেশের হার্ডউইকের ঘটনা।
গোটা ঘটনার ভিডিয়ো নিজেদের ফেসবুক পেজে আপলোড করে দিয়েছিল ভারমন্ট প্রদেশের পুলিশ বিভাগ। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশের দলটির উপরে কী ভাবে চড়াও হচ্ছেন অভিযুক্তের বাবা। মাটি খোঁড়ার যন্ত্রের (এক্সক্যাভেটর) উপরে কাঁটাযুক্ত বালতির মতো অংশটিকে দুলিয়ে পুলিশের দিকে কয়েক বার নিক্ষেপও করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এই ঘটনায় কোনও পুলিশ অফিসার আহত হননি বলে জানানো হয়েছে। প্রাথমিক ভাবে কথোপকথন ও বুঝিয়েও যখন ফল হয়নি, তখন এক পুলিশ অফিসারবাধ্য হয়ে অভিযু্ক্তের বাবার দিকে আগ্নেয়াস্ত্র তাক করেন, কিন্তু তিনি গুলি চালাননি।
ফেসবুকে ভাইরাল ভিডিয়োটি অন্তত ৬ লক্ষ মানুষ দেখেছেন। নেট-নাগরিকদের অনেকেই পুলিশের সাহসের প্রশংসা করেছেন। অনেকেই ভিডিয়োর নীচে কমেন্টে বলেছেন, ওই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে গুলি না চালিয়ে প্রশংসনীয় কাজ করেছে পুলিশের দলটি। তাঁদের বক্তব্য, ওই সময়ে গুলি চালানোর মতো যথেষ্ট কারণ পুলিশের কাছে ছিল। কিন্তু তা না করে কথার মাধ্যমে বিষয়টা সামলানোয় প্রশংসা কুড়িয়েছেন পুলিশকর্মীরা।
শেষমেশ অবশ্য বাবা ও মাকে পরাস্ত করে অভিযুক্ত যুবকটিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পাশাপাশি, পুলিশের কাজে বাধা দেওয়া ও অফিসারদের ক্রমাগত আক্রমণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবকের বাবা-মাকেও।