—প্রতিনিধিত্বমূলক চিত্র।
প্রায় তিন ঘণ্টার পথ। কিন্তু দেরি হলে চলবে না। কন্যাকে ঠিক সময়ে বাড়িতে পৌঁছে দিতে হবে। তাই আস্ত বিমান ভাড়া করলেন বাবা। বিমানে তুলে দিলেন কন্যাকে। তিন ঘণ্টার পথ পাড়ি দিতে লাগল মাত্র ৫০ মিনিট।
ঘটনাটি চিনের আনহুই প্রদেশের। চিনা সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তির নাম ওয়াং। সম্প্রতি লুনার নিউ ইয়ার উৎসব উপলক্ষে কন্যাকে দেশের বাড়িতে পাঠাচ্ছিলেন তিনি। কিন্তু উৎসবের কারণেই রাস্তায় যানজটের সম্ভাবনা ছিল। গাড়ি করে গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যেত। কন্যার উৎসবের উদ্যাপনে কোনও খামতি থাকুক চাননি বাবা। তাই আস্ত বিমান ভাড়া করলেন কন্যার যাত্রার জন্য।
সাত বছরের কন্যাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ছোটখাটো বিমান ভাড়া করেছিলেন ওয়াং। তাতে দু’জনের বসার জায়গা ছিল। তিনি জানান, ওই বিমান ভাড়া করতে তাঁর খরচ হয়েছে ১১ লক্ষ ইউয়ান (ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় এক কোটি ২৯ লক্ষ টাকা)। ওই বিমানটি ট্যাঙ্ক ভর্তি জ্বালানিতে ১২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। বিমান যাত্রার ফলে তাঁর অন্তত দু’ঘণ্টা সময় বেঁচেছে বলেও জানিয়েছেন ওয়াং।
লুনার নিউ ইয়ার নিয়ে চিন জুড়ে উৎসবের মেজাজ। আপনজনের সঙ্গে মিলেমিশে উৎসব পালন করার জন্য বহু মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাড়ি দিচ্ছেন। রাস্তায় যান চলাচল বেড়ে গিয়েছে। যানজটও হচ্ছে। গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এক দিনে চিন জুড়ে ১৮৭৩টি প্যাসেঞ্জার ট্রেন বাড়তি চালানো হয়েছে। সেই আবহেই কন্যাকে বাড়ি পৌঁছতে বিমান ভাড়া করেছেন ওয়াং।