স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে। পলাতক অভিযুক্ত যুবক। প্রতীকী ছবি।
স্ত্রীর গায়ে গরম জল ঢেলে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এর জেরে তরুণীর দেহের অর্ধেক অংশ ঝলসে গিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত যুবক ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক। ঘটনাটি বাংলাদেশের সাতক্ষীরা এলাকার।
বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’ জানিয়েছে, তিন বছর আগে আশা মণ্ডল নামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল বিপ্লব দাসের। বিয়েতে মোট তিন লক্ষ টাকার পণ দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের পর ওই যুবক আরও পাঁচ লক্ষ টাকা দাবি করেন তাঁর শ্বশুরবাড়ির কাছ থেকে। সেই টাকা না দিতে পারার কথা জানান আশা। আর এ নিয়েই গত ১০ নভেম্বর ওই দম্পতির ঝগড়া হয়। সেই সময়ই স্ত্রীর গায়ে গরম জল ছোড়েন বলে অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।
গরম জল ছোড়ার ফলে ওই তরুণীর দেহের অর্ধেক অংশ ঝলসে যায়। অভিযোগ, তার পরও তাঁকে একটি ঘরে আটকে রাখা হয়। পরে খবর পেয়ে সেখানে গিয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান তাঁর বাপের বাড়ির সদস্যরা। গত শনিবার রাতে অভিযুক্ত যুবক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর বাবা।
অভিযোগ ওঠার পরই ঘর ছেড়ে অভিযুক্ত যুবক ও তাঁর বাবা-মা পলাতক বলে দাবি করেছে পুলিশ। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতারের খবর পাওয়া যায়নি।