Mexico

Crocodile: কুমিরকে বিয়ে করলেন মেয়র! কনের পোশাকে সাজানো হল মকরকে

মেয়রের আরও বিশ্বাস, এই কুমিরই নাকি প্রকৃতি মায়ের দূত। তাকে বিয়ে করার অর্থ হল, মানুষের সঙ্গে ঈশ্বরের সংযোগস্থাপন করা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১০:৪৭
Share:

কুমিরকে বিয়ে করার সেই দৃশ্য। ছবি সৌজন্য টুইটার।

কখনও শুনেছেন কুমিরকে কেউ জীবনসঙ্গী বানিয়েছেন? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই করেছেন এক ব্যক্তি। বছর সাতেকের এক কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র ভিক্টর হুগো সোসা।

Advertisement

মেক্সিকোর ওয়াক্সাকা গ্রামের মেয়র সোসা। বৃহস্পতিবার তিনি কুমিরটিকে বিয়ে করেছেন। কুমিরটিকে কনের পোশাকে সাজানো হয়। তার পর গির্জায় গিয়ে বিয়ের পর্ব সারেন সোসা। গ্রামবাসীরাও এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন।

বিয়ের পর্ব শেষ হওয়ার পর কুমিরটিকে চুম্বনও করতে দেখা যায় সোসাকে। তবে কুমিরটির মুখ বাঁধা ছিল। ওই গ্রামের প্রচলিত বিশ্বাস, কোনও প্রাণীকে বিয়ে করলে নাকি প্রকৃতি মা সন্তুষ্ট হন।

Advertisement

ওয়াক্সাকা গ্রামে মূলত মৎস্যজীবীরাই থাকেন। মাছ ধরে এবং তা বিক্রি করেই তাঁদের সংসার চালান। মেয়র জানিয়েছেন, এই প্রথা কয়েক শতক ধরে চলে আসছে। প্রকৃতি মা-কে সন্তুষ্ট করার জন্যই এই প্রথা। যাতে মৎস্যজীবীরা আরও ভাল মাছ ধরতে পারেন। তাঁদের সংসার চালাতে পারেন।

মেয়রের আরও বিশ্বাস, এই কুমিরই নাকি প্রকৃতি মায়ের দূত। তাকে বিয়ে করার অর্থ হল, মানুষের সঙ্গে ঈশ্বরের সংযোগস্থাপন করা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement