কুমিরের আক্রমণে মৃত্যু হল বৃদ্ধের। —প্রতীকী ছবি।
কুমিরের খাঁচার মধ্যে পড়ে গেলেন বৃদ্ধ। তার পর ৪০টি কুমির মিলে ছিন্নভিন্ন করে দিল বৃদ্ধের দেহ। বৃদ্ধের যে দেহাংশ উদ্ধার করা হয়েছে, তাতেও কুমিরের কামড়ের চিহ্ন মিলেছে। কম্বোডিয়ার সিম রিপ শহরে একটি কুমিরের খামারে এমন ঘটনা ঘটেছে। শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
সিম রিপ শহরে কুমিরের একটি খামার রয়েছে। সেখানে কুমিরের খাঁচার মধ্যে ডিম পড়েছিল। সেই ডিম নিতেই গিয়েছিলেন ৭২ বছরের এক বৃদ্ধ। ডিম নেওয়ার জন্য খাঁচায় একটি কুমিরকে সরাতে চেয়েছিলেন। সেই মতো একটি লাঠি নিয়ে কুমিরটিকে সরানোর চেষ্টা করেছিলেন। সেই সময়ই অঘটন ঘটে।
বৃদ্ধ যখন লাঠিটি নিয়ে খাঁচার মধ্যে নাড়াচাড়া করছেন, সেই সময়ই ওই লাঠিটি ধরে টান দেয় কুমির। তার জেরে খাঁচার মধ্যে পড়ে যান তিনি। এর পরেই বৃদ্ধের উপর ঝাঁপিয়ে পড়ে কুমিরটি। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে খাঁচার অন্য কুমিরগুলিও। মোট ৪০টি কুমির ওই বৃদ্ধের দেহ ছিন্নভিন্ন করে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। এই ঘটনার কথা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে সে শহরের পুলিশ।
বৃদ্ধের যে দেহাংশ উদ্ধার করা হয়েছে, তাতেও কুমিরের কামড়ের চিহ্ন রয়েছে। বৃদ্ধের একটা হাত খেয়ে নিয়েছে কুমিরের দল।