australia

Viral: স্ত্রীর আপত্তিতে অস্ত্রোপচার করিয়ে যৌনাঙ্গ ছোট করালেন স্বামী!

তাঁদের যৌন জীবনে এর প্রভাব পড়ছিল বলে দাবি করেন ড্যান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৫:১৩
Share:

ছবি: শাটারস্টক।

রেডিয়োয় এক শো-তে অদ্ভুত দাবি করলেন এক শ্রোতা। যৌন জীবন নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছিল অস্ট্রেলিয়ার একটি এফএম চ্যানেলে। সেখানে ড্যান নামে এক ব্যক্তির স্বীকারোক্তিতে থতমত খেয়ে গিয়েছিলেন সঞ্চালক।

কেআইআইএস এফএমের ওই অনুষ্ঠানে পেশায় ট্রাকচালক ড্যান জানান, তাঁর যৌনাঙ্গ বড় হওয়ায় স্ত্রী আপত্তি জানিয়েছেন। তাঁদের যৌন জীবনে এর প্রভাব পড়ছিল বলে দাবি করেন ড্যান। তাই যৌন জীবনে যাতে কোনও রকম প্রভাব না পড়ে এবং একই সঙ্গে স্ত্রীর আপত্তিতে সম্মতি দিয়ে যৌনাঙ্গের অস্ত্রোপচার করিয়ে ছোট করেন বলে দাবি ড্যানের।

Advertisement

ড্যানের এমন অদ্ভুত স্বীকারোক্তিতে হকচকিয়ে গিয়েছিলেন সঞ্চালক জ্যাকি ও। কী ভাবে সেই অস্ত্রোপচার করা হয়, সেই ঘটনাও ওই শো-তে বলেন ড্যান। সব শুনে সঞ্চালক বলেন এমন অদ্ভুত ঘটনা এই প্রথম তিনি শুনছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement