Sri Lanka

Sri Lanka Crisis: রনিলের নির্দেশে সক্রিয় শ্রীলঙ্কা সেনা, গভীর রাতে গুঁড়িয়ে দিল বিক্ষোভকারীদের ক্যাম্প

রাজধানী কলম্বোর গালে ফেস অঞ্চলে অবস্থানকারীদের ব্যারিকেড ভেঙে দিয়েছে লঙ্কাসেনা। উপড়ে ফেলা হয়েছে তাঁদের তাঁবুগুলি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১১:২৮
Share:

বিক্ষোভ দমনে অভিযান লঙ্কাফৌজের। ছবি: টুইটার থেকে নেওয়া।

অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই কঠোর ভাবে আন্দোলন দমনে সক্রিয় হলেন রনিল বিক্রমসিঙ্ঘে। বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছিলেন রনিল। তার কয়েক ঘণ্টা পরেই কলম্বোয় আন্দোলনকারীদের ক্যাম্পে অভিযান চালাল লঙ্কা ফৌজ।

Advertisement

গভীর রাতে কলম্বোয় শ্রীলঙ্কা সেনার সেই অভিযানের কিছু ভিডিয়ো ইতিমধ্যেই সে দেশের সংবাদমাধ্যম প্রচার করেছে (আনন্দবাজার অনলাইন ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। তবে দেখা যাচ্ছে, রাজধানী শহরের গালে ফেস অঞ্চলে অবস্থানকারীদের ব্যারিকেড ভেঙে দিচ্ছে সেনা। উপড়ে ফেলা হচ্ছে তাঁদের তাঁবুগুলি। বিক্ষোভকারীদের সঙ্গে সেনার সংঘর্ষের ভিডিয়োও দেখা যাচ্ছে।

শাসক দল এসএলপিপি-র নেতা তথা দেশের প্রাক্তন ও পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের অনুগত পার্লামেন্ট সদস্যদের ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল। তাই তাঁর বিরুদ্ধে ক্রমাগত সুর চড়াচ্ছেন আন্দোলনকারীরা। যদিও বৃহস্পতিবার শপথ নেওয়ার পরে রনিল বলেছেন, ‘‘আমি রাজাপক্ষেদের বন্ধু নই, শ্রীলঙ্কার আমজনতার বন্ধু।’’ শুক্রবার রনিলের নেতৃত্বে শ্রীলঙ্কার পরবর্তী মন্ত্রিসভা গঠিত হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement