মাহিন্দা রাজাপক্ষে।—ছবি এএফপি।
শক্তি বাড়িয়ে জাতীয় রাজনীতিতে ফিরছেন মাহিন্দা রাজাপক্ষে। তাঁর শ্রীলঙ্কা পিপলস পার্টি (এসএলপিপি) বিপুল ব্যবধানে ভোটে জিতে ফের ক্ষমতায় বসতে চলেছে। প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে ভোটের ফল স্পষ্ট হতেই অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাহিন্দার ভাই তথা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে জানিয়েছেন, এই জয় ঐতিহাসিক।
আজ শ্রীলঙ্কার সংসদীয় নির্বাচনের ভোটগণনার শুরু থেকেই বিরোধীদের বহু পিছনে পেলে এগিয়ে যায় এসএলপিপি। রাতের দিকে দলের তরফে জানানো হয়েছে, ২২৫ সদস্যের পার্লামেন্টে নিছক জয় নয়, দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরা শুধুই সময়ের অপেক্ষা। দলীয় সূত্রের খবর, ক্ষমতায় ফিরলে প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে বসবেন প্রধানমন্ত্রীর মসনদে। প্রেসিডেন্ট গোতাবায়া জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হল শ্রীলঙ্কায়। এই সিদ্ধান্তে অতিমারি পরিস্থিতিতে আত্মবিশ্বাস ফিরে পাবেন সাধারণ মানুষ। করোনা নিয়ন্ত্রণে, এই বার্তাই পৌঁছবে সকলের মধ্যে।