pakistan

Statue Vandalised in Pakistan: পাকিস্তানে ফের ভাঙা হল রণজিৎ সিংহের মূর্তি, আটক কট্টরপন্থী সংগঠনের ১ সদস্য

লাহৌর প্রশাসন জানিয়েছে, মূর্তিটি নতুন করে তৈরি করা হবে। মূর্তির কাছে নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে প্রশাসন।

Advertisement

সংবাদ সংস্থা

লাহৌর শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ১৪:৫৪
Share:

এই মূর্তিই ভাঙা হয়েছে ছবি: টুইটার থেকে।

পাকিস্তানের লাহৌরে ভাঙা হল মহারাজা রণজিৎ সিংহের মূর্তি। পাকিস্তানের একটি কট্টরপন্থী সংগঠন তেহরিক-ই-লাব্বাইক মূর্তিটি ভেঙেছে বলে খবর। এই ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।
লাহৌর ফোর্টের বাইরে থাকা মূর্তিটি এই নিয়ে তৃতীয় বার ভাঙা হয়েছে। তলোয়ার হাতে ঘোড়ায় চড়া মূর্তিটির উচ্চতা ন’ফুট। প্রায় ৪০ বছর ধরে পঞ্জাবের রাজা ছিলেন রণজিৎ। ১৮৩৯ সালে তাঁর মৃত্যু হয়। ২০১৯ সালের জুন মাসে মহারাজার ১৮০ তম মৃত্যুবার্ষিকীতে লাহৌর ফোর্টের বাইরে এই মূর্তিটি বসানো হয়।

Advertisement

মূর্তি উন্মোচনের দু’মাসের মধ্যেই তেহরিক-ই-লাব্বাইক সংগঠনের দুই সদস্য সেই মূর্তিটি ভেঙে ফেলেন। দু’জনকেই গ্রেফতার করে পুলিশ। তাঁরা শারীরিক ভাবে সক্ষম ব্যক্তির পরিচয়ে ফোর্টের মধ্যে ঢোকেন। তার পরে হাতে থাকা লোহার রড দিয়ে মূর্তিতে আঘাত করেন। মূর্তির একটি হাত ও দেহের কিছু অংশ ভেঙে যায়। তার পরেও এক বার ভাঙা হয় মূর্তিটি। পুলিশ জানিয়েছে, ধর্মীয় বিদ্বেষের কারণেই বার বার মূর্তি ভাঙার চেষ্টা করা হচ্ছে।

লাহৌর প্রশাসন জানিয়েছে, মূর্তিটি নতুন করে তৈরি করা হবে। মূর্তির কাছে নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে প্রশাসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement