Murder

প্রেমিকের শিশুকন্যাকে খুন! বালতিতে দেহ নিয়ে গিয়ে শিশুর মায়ের বাড়ির বাইরে রাখলেন মহিলা

শেরিফ জোসেফ লোপিনো সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, প্রেমিক এবং তাঁর শিশুকন্যার সঙ্গে থাকতেন বানাক ল্যান্ডন নামে ৪৩ বছরের এক মহিলা। বুধবার ঘণ্টাখানেক ধরে ওই শিশুকন্যা-সহ গায়েব ছিলেন বানাক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ২২:১১
Share:

প্রেমিকের শিশুকন্যাকে খুনের অভিযোগে ৪৩ বছরের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। প্রতীকী ছবি।

প্রেমিকের ৬ বছরের শিশুকন্যাকে মারধরের পর শ্বাসরোধ করে খুন করেছিলেন। এর পর ওই একরত্তির দেহ একটি প্লাস্টিকের বালতিতে ভরে সেটি রেখে এসেছিলেন প্রেমিকের স্ত্রীর বাড়ির বাইরে। আমেরিকার লুইজিয়ানায় এমনই অভিযোগ উঠেছে ৪৩ বছরের এক মহিলার বিরুদ্ধে। প্রেমিকের শিশুকন্যাকে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার সংবাদমাধ্যম সূত্রে খবর।

Advertisement

লুইজিয়ানা প্রশাসন জানিয়েছে, নিউ অরলিনসের শহরতলি এলাকা জেফারসনের বাসিন্দা বানাক ল্যান্ডনকে খুনের অভিযোগে (আমেরিকার সয়ম অনুযায়ী) বুধবার গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনের কাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে।

লুইজিয়ানার শেরিফ জোসেফ লোপিনো সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, প্রেমিক এবং তাঁর শিশুকন্যার সঙ্গে থাকতেন বানাক। বুধবার ঘণ্টাখানেক ধরে ওই শিশুকন্যা-সহ গায়েব ছিলেন বানাক। পরে শিশুটির দেহ পাওয়া যায় তার মায়ের বাড়ির দরজার বাইরে। অভিযোগ, শিশুটিকে বেধড়ক মারধর করে ভোঁতা কিছু দিয়ে আঘাত করে খুন করেছেন বানাক। এর পর ঢাকনা দেওয়া একটি বালতিতে তার দেহ ভরে তার মায়ের বাড়ির বাইরে রেখে আসেন। শেরিফ বলেন, ‘‘ওই বালতিটির ঢাকনা খুলতেই ৬ বছরের শিশুটির দেহ পাওয়া যায়।’’

Advertisement

কী কারণে ওই শিশুটিকে ‘খুন’ করেছেন বানাক, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে লুইজিয়ানা পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement