পদত্যাগী প্রধানমন্ত্রী রাজাপক্ষের বাড়ির বাইরে একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। ছবি রয়টার্স।
বিক্ষোভকারীদের হাত থেকে পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এবং তাঁর সহকারীদের সুরক্ষা দিতে নামানো হল সেনা। বিক্ষোভকারীরা আবাসনের দু’টি ফটক ভেঙে ফেলার পরই এই সিদ্ধান্ত।
প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সরকারি আবাসন থেকে গুলি বর্ষণ বিক্ষোভকারীদের উপর। বিক্ষোভকারীরা প্রথমে মূল ফটক ভেঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়েছে।
দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট গোতবায়া রাজাপক্ষে এবং সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মাহিন্দা রাজাপক্ষের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ঘটালেন বিক্ষোভকারীরা।
এমপি সনৎ নিশান্তের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। ছবি রয়টার্স।
বিক্ষোভকারীরা শাসকদলের আরও এক এমপি এবং এক প্রাক্তন মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিয়েছেন। শাসকদলের এমপি সনৎ নিশান্তের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম মারফত প্রকাশ্যে আসা ভিডিয়োতে মাউন্ট লাফিনিয়ায় দেশের প্রাক্তন মন্ত্রী জনসন ফার্নান্ডোর বাড়ি জ্বলতে দেখা গিয়েছে।
সোমবার বিকেলে মাহিন্দা রাজাপক্ষের ইস্তফার পর তাঁর সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন অমরকীর্তি আতুকোহালা। বিক্ষোভকারীদের হঠাতে তাঁদের লক্ষ্য করে গুলি চালানোর ঘণ্টা খানেক পরেই তাঁর মৃতদেহ পাওয়া যায় বিক্ষোভ স্থল থেকে।
এপ্রিল থেকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট শুরু হয়েছিল। বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা নিজেকে ‘অর্থনৈতিক ভাবে দেউলিয়া’ ঘোষণা করে। তার পর থেকেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ইস্তফার দাবি জোরদার হয়েছিল এই দ্বীপরাষ্ট্রে।