Pet

Viral: ঈগল নিয়ে যাচ্ছে পোষ্যকে! বাঁচাতে সন্তানকে স্তন্যদান করতে করতে আদুর গায়ে ছুটে এলেন মা!

এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই মহিলার সাহসিকতা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০২২ ১৫:৫২
Share:

আদুর গায়েই ছুটে যান মহিলা। ছবি: টুইটার।

ভেতরে নিজের দুগ্ধপোষ্যকে স্তন্যদান করছেন মা। বাইরে একা খেলা করছে বাড়ির পোষ্য রাজহাঁস ‘ফ্র্যাঙ্কি’। এই সময় হঠাৎই কালো মেঘের মতো দ্রুতগতিতে নেমে এল ঈগল। ঈগলের লক্ষ্য ফ্র্যাঙ্কি। তাকে খাবে সে। আর সেই মতো এক ঝাঁপে পোষ্য রাজহাঁস ফ্র্যাঙ্কিকে নিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করছিল এই মতলবি ঈগল। কিন্তু মা তো মা-ই। পোষ্যকে ঈগলের খপ্পরে পড়তে দেখে সন্তানকে স্তন্যদান করতে করতেই আদুর গায়ে ছুটে এলেন ওই মহিলা। এক ঝাপটে ঈগলের হাত থেকে রক্ষা করলেন পোষ্যকে। মহিলার রণমূর্তি দেখে শিকার ছেড়ে পালিয়ে যায় এই ‘পাজি’ ঈগল।এই ঘটনাটি কানাডাতে ঘটেছে। এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই মহিলার সাহসিকতা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement