Earthquake in Japan

‘মহাভূমিকম্পে’ কেঁপে উঠল দক্ষিণ জাপানের কিউশু দ্বীপ, ক্ষয়ক্ষতি হলেও ধেয়ে আসেনি সুনামি

তীব্র ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করে সোমবার একটি রিপোর্ট প্রকাশ করেছিল জাপান সরকার। তাতে তিন লক্ষ প্রাণহানির আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ২১:৫৭
Share:

ছবি: এক্স হ্য়ান্ডল থেকে নেওয়া।

মায়ানমারের পরে এ বার ভূমিকম্প জাপানে। বুধবার সন্ধ্যায় কিউশু এবং সন্নিহিত দ্বীপগুলিতে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে সে দেশের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে। তবে এখনও ভূকম্পিত জলোচ্ছ্বাসের কারণে সুনামি পরিস্থিতি সৃষ্টির খবর মেলেনি।

Advertisement

প্রসঙ্গত, তীব্র ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করে সোমবার একটি রিপোর্ট প্রকাশ করেছিল জাপান সরকার। সেই রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ‘মহাভূমিকম্প’ এবং তার ফলে সৃষ্ট সুনামির কারণে জাপানে প্রায় তিন লক্ষ মানুষ মারা যেতে পারেন। আর্থিক ক্ষতি হতে পারে ২ লক্ষ কোটি ডলারের, যা সে দেশের মোট জিডিপির অর্ধেক!

২০২৪ সালে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল দক্ষিণ জাপানে। এ বারের দক্ষিণতম প্রান্তের ভূমিকম্প তাকেও ছাপিয়ে যেতে পারে বলে জাপান সরকার ইঙ্গিত দিয়েছিল। যদিও কার্যক্ষেত্রে তা হয়নি। তবে ভূমিকম্পের কারণে সে দেশের তৃতীয় বৃহত্তম দ্বীপ কিউশুতে বেশ কিছু ঘরবাড়ির ক্ষতি হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার মায়ানমার এবং তাইল্যান্ডে ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ওই ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement