Israel–Hezbollah conflict

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইজ়রায়েলি হামলা এ বার লেবাননে! বেরুটে ধ্বংস বহুতল, হত হিজ়বুল্লা নেতা

গত নভেম্বরের তৃতীয় সপ্তাহে আমেরিকা এবং ফ্রান্সের মধ্যস্থতায় ইজ়রায়েল ও হিজ়বুল্লা সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। তা লঙ্ঘন করে হামলা চালাল তেল আভিভ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ০০:১০
Share:
লেবাননে ইজরায়েলের হামলা।

লেবাননে ইজরায়েলের হামলা। ছবি সংগৃহীত।

গাজ়ার পরে এ বার লেবানন। প্রায় চার মাস ধরে চলা যুদ্ধবিরতিতে একতরফা ভাবে ইতি টেনে সে দেশের রাজধানী বেরুটে হামলা চালাল ইজ়রায়েলি ফৌজ। লেবানন সরকার মঙ্গলবার জানিয়েছে, ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বহুতল ধ্বংস হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত পাঁচ জনের দেহ উদ্ধার হয়েছে।

Advertisement

ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করছে বেরুট পুলিশ। ইজ়রায়েলের দাবি, মঙ্গলবারের হামলায় শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার এক শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছে। হিজ়বুল্লার একটি সূত্র উদ্ধৃত করে পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজ়িরায় প্রকাশিত প্রতিবেদনেও একই কথা জানানো হয়েছে। এর আগে নভেম্বরের শেষপর্বে হিজ়বুল্লার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা।

গাজ়ায় ইজ়ারায়েলি হামলা শুরুর পরেই দক্ষিণ লেবাননে সক্রিয় হিজ়বুল্লা বাহিনী তেল আভিভের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল। তার পরে এক বছর ধরে দু’তরফের সংঘর্ষ চলে। শেষ পর্যন্ত গত নভেম্বরের তৃতীয় সপ্তাহে আমেরিকা এবং ফ্রান্সের মধ্যস্থতায় দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। বলা হয়েছিল, যুদ্ধবিরতির সময়ে দুই দেশ থেকে সাধারণ মানুষ নিরাপদে ঘরে ফিরতে পারবেন। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, লেবানন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে ৬০ দিন পর্যন্ত সময় নিতে পারবে ইজ়রায়েল। তবে কোনও পক্ষই একে অপরের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানাতে পারবে না। কিন্তু তা লঙ্ঘন করে হামলা চালাল নেতানিয়াহুর বাহিনী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement