Queen Elizabeth II Death

ভারতের চিহ্ন, বহু ইতিহাসের সাক্ষী, রানির মুকুটের কোহিনূর এ বার কার হাতে? 

১০৫.৬ ক্যারাটের কোহিনূর হিরের জন্মস্থান ভারত। চতুর্দশ শতাব্দীতে ভারতে মিলেছিল এই হিরে। ১৮৪৯ সালে পঞ্জাব অধিকার করে ব্রিটিশরা। তখনই কোহিনূর রানি ভিক্টোরিয়ার কাছে পৌঁছয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ০০:৩৮
Share:

রানির মুকুটে কোহিনূর হিরে।

ব্রিটেনের তখত চার্লসের। আর কোহিনূর! কার মাথায় উঠবে সেই বহু চর্চিত, বহু বিতর্কিত হিরে?

Advertisement

৯৬ বছর বয়সে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার দুপুরে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সন্ধ্যার সময় বিবৃতি দিয়ে সরকারি ভাবে মৃত্যুর খবর ঘোষণা করে বাকিংহাম প্রাসাদ। ব্রিটেনের পরবর্তী রাজা হচ্ছেন চার্লস। মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হবে। এ বার প্রশ্ন, কোহিনূরের অধিকার পাবেন কে?

চলতি বছরের শুরুতেই রানি এলিজাবেথ ঘোষণা করেছিলেন, তাঁর অবর্তমানে ‘কুইন কনসর্ট’ হবেন যুবরাজ চার্লসের স্ত্রী, ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। তাই স্বাভাবিকভাবেই চার্লস যখন রাজা হবে, তখনই ক্যামিলার মাথায় উঠবে সেই কোহিনূর বসানো মুকুট, যা আসলে ছিল রানি এলিজাবেথের মায়ের।

Advertisement

১০৫.৬ ক্যারাটের কোহিনূর হিরের জন্মস্থান ভারত। চতুর্দশ শতাব্দীতে ভারতেই মিলেছিল এই হিরে। তার পর বহু হাত ঘোরে। ১৮৪৯ সালে পঞ্জাব অধিকার করে ব্রিটিশরা। তখনই কোহিনূর হস্তান্তরিত হয় রানি ভিক্টোরিয়ার কাছে। সেই থেকে ব্রিটেনের শাসকদের মাথায় শোভা পেতে থাকে এই হিরে।

এখন প্লাটিনামের মুকুটে বসানো রয়েছে এই হিরে। ১৯৩৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জের অভিষেকের সময় তৈরি করা হয়েছিল সেই মুকুট। পরেছিলেন দ্বিতীয় এলিজাবেথের মা প্রথম এলিজাবেথ। টাওয়ার অব লন্ডনে রাখা থাকে সেই মুকুট। চার্লসের অভিষেকের দিন তা মাথায় উঠবে ক্যামিলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement