ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। ফাইল চিত্র।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর দু’দিন পরে ব্রিটেনের রাজা হিসাবে আনুষ্ঠানিক ভাবে তৃতীয় চার্লসের নাম ঘোষণা করা হল। শনিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনের নতুন রাজা হিসাবে দ্বিতীয় এলিজাবেথের স্থলাভিষিক্ত হলেন তাঁর জ্যেষ্ঠপুত্র চার্লস।
সদ্যপ্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে চার্লসই যে রাজা হতে চলেছেন, তা এক প্রকার নিশ্চিত ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। ব্রিটেনের রাজকীয় প্রথা অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন মন্ত্রী এবং বিশিষ্ট মানুষদের নিয়ে গঠিত একটি পরিষদ আনুষ্ঠানিক ভাবে নতুন রাজার নাম ঘোষণা করে। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং তাঁর পাঁচ জন পূর্বসূরি আজ একটি বৈঠকে মিলিত হন। তাঁদের তরফে রাজা হিসাবে চার্লসের নাম ঘোষণা করা হয়।
ব্রিটেনের নতুন রাজা হয়ে চার্লস বলেন, “যে বিপুল দায়িত্ব আমার হাতে অর্পিত হল, সে বিষয়ে আমি সম্যক ভাবে অবহিত।” প্রয়াত রানির মৃত্যুতে শোকাহত চার্লস বলেন, “আমি জানি, দেশ, গোটা বিশ্ব রানির মৃত্যুতে শোকে নিমজ্জিত রয়েছে। এই অপূরণীয় ক্ষতির জন্য গোটা বিশ্ব আমাদের সমবেদনা জানাচ্ছে।” রাজা হয়েই তাঁর প্রথম ঘোষণায় চার্লস জানিয়েছেন, রানির শেষকৃত্যের দিন দেশে পূর্ণদিবস ছুটি থাকবে। রাজপরিবার সূত্রের খবর, আগামী ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রানির শেষকৃত্য সম্পন্ন হবে।
শনিবার চার্লসের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ক্যামিলা, জ্যেষ্ঠপুত্র প্রিন্স উইলিয়াম। চার্লসের উত্তরাধিকারী হবেন উইলিয়াম এবং পদমর্যাদায় তিনি হবেন প্রিন্স অব ওয়েলস, রানির জ্যেষ্ঠপুত্র হিসাবে যে পদে এত কাল ছিলেন চার্লস। এ দিকে রানির মৃত্যুর সঙ্গে সঙ্গেই বদলানো হল দেশের জাতীয় সঙ্গীত। শনিবার ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট খেলায় ‘গড সেভ দ্য কুইন’-এর বদলে গাওয়া হয় ‘গড সেভ দ্য কিং’।