International

কাবুলে মিছিলে মানববোমা, হত অন্তত ৬১, দায় নিল ইসলামিক স্টেট

কাবুলে বিক্ষোভ মিছিল পরিণত হল মৃত্যু মিছিলে। শনিবার সকালে কয়েক হাজার মানুষ দেহমাজাং সার্কেলে জমায়েত হয়েছিলেন। হঠাত্ই পর পর দু’টি জোরাল বিস্ফোরণ হয়। নিহত হন কমপক্ষে ৬১ জন। আহত হয়েছেন অন্তত ২০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসন। ‘আমাক’ সংবাদ সংস্থার খবর, বিস্ফোরণের পরেই ঘটনার দায় স্বীকার করে আইএস জঙ্গি সংগঠন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ১৯:৩৭
Share:

কাবুলে বিস্ফোরণের পর। ছবি-রয়টার্স।

কাবুলে বিক্ষোভ মিছিল পরিণত হল মৃত্যু মিছিলে।

Advertisement

শনিবার সকালে কয়েক হাজার মানুষ দেহমাজাং সার্কেলে জমায়েত হয়েছিলেন। হঠাত্ই পর পর দু’টি জোরাল বিস্ফোরণ হয়। নিহত হন কমপক্ষে ৬১ জন। আহত হয়েছেন অন্তত ২০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসন। ‘আমাক’ সংবাদ সংস্থার খবর, বিস্ফোরণের পরেই ঘটনার দায় স্বীকার করে আইএস জঙ্গি সংগঠন।

পুলিশ জানিয়েছে, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। আফগানিস্তানের সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের বিক্ষোভকারীদের ভিড়ে মিশে গিয়েছিল তিন মানববোমা। বিক্ষোভকারীরা যখন দেহ্‌মাজাং সার্কেলে পৌঁছন, তখনই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তিন মানববোমা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীদের এক জন বোরখা পরে এসেছিল। বিক্ষোভকারীদের মধ্যে থেকে দাঁড়িয়ে উঠে সে বোমাটির বিস্ফোরণ ঘটায়। এর পর ফাটে আরও দু’টি মানববোমা। ভয়াবহ বিস্ফোরণে ছিটকে, ছড়িয়ে পড়ে দেহগুলি। পরে ফেসবুকে সেই সব ভয়াবহ ছবি পোস্টও করা হয়।

Advertisement

কাবুলে তাঁদের বসতিগুলি উচ্ছেদ করে গত কয়েক মাস ধরেই বিদ্যুতের লাইন বসাচ্ছে আফগান সরকার। তারই প্রতিবাদে এ দিন সমাবেশ ছিল বিক্ষোভকারীদের। এই নিয়ে গত তিন মাসে হাজারা সম্প্রদায় দ্বিতীয় বার সমাবেশ করল কাবুলে। ঘটনার তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

আরও পড়ুন- মিউনিখের শপিং মলে বন্দুকবাজের হানা, হত ১০, আহত বহু

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement