কলকাতা মেডিক্যাল কলেজে আগুন। ছবি: সংগৃহীত।
আগুন লাগল কলকাতা মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায়। রবিবার রাত ৯টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের শৌচাগারে হঠাৎ আগুনের শিখা দেখতে পান রোগীর পরিজনেরা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে হাসপাতাল সূত্রে খবর।
রবিবার রাতে আচমকা আগুন লেগে যায় কলকাতা মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলার শৌচাগারে। দোতলায় কার্ডিয়োলজি বিভাগ রয়েছে। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন রোগীর পরিজনেরা। তাঁরাই প্রথম আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ এবং হাসপাতালের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে ধোঁয়ায় ঢেকে রয়েছে চারদিক। পরিস্থিতি খতিয়ে দেখতে দমকলের দু’টি ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছেছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শৌচাগারে আগুন লাগায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। ঘটনায় কোনও রোগী, চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী আহত হননি। কোনও চিকিৎসার সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়নি। তবে কী ভাবে হঠাৎ হাসপাতালের শৌচাগারে আগুন লাগল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।