জো বাইডেন। ছবি রয়টার্স।
এক কথায় আমেরিকাকে বর্ণনা করছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সেই বক্তৃতার ভিডিয়ো বিশ্ব জুড়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। ৭৯ বছর বয়সি প্রেসিডেন্ট কথা বক্তৃতা করতে করতেই ভুলে যান ঠিক কী বলতে চাইছিলেন।
ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে পোডিয়ামে দাঁড়িয়ে কথা বলছেন বাইডেন। পাসে দাঁড়িয়ে রেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ওই ছোট্ট ভিডিয়ো ক্লিপে বাইডেন ব্যাখ্যা করছেন এক কথায় আমেরিকাকে একটি শব্দে কী ভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু তিনি বলতে পারছেন না। শব্দ হাতড়াচ্ছেন।
এই ভিডিয়ো ইতিমধ্যেই ৪০ লক্ষ মানুষ দেখেছেন। তা নিয়ে নেট মাধ্যমে তির্যক মন্তব্যও কম হয়নি। তবে এই প্রথম নয়। এক আগেও ছোটখাটো বিচ্যুতি হয়েছে তাংর বক্তব্য। একবার তো কমলা হ্যারিসকেই আমেরিকায় ‘ফার্স্ট লেডি’ বলে ফেলেছিলেন এই বর্ষীয়ান প্রেসিডেন্ট।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।