এ বার ইটালির ক্ষমতায় কে? এএফপি
শরিকদলগুলির ক্ষোভ-বিক্ষোভ প্রশমিত করতে না পেরে ইস্তফা দিলেন ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। বৃহস্পতিবার দেশের প্রেসিডেন্ট সের্গিও মাতারেল্লার কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এর ফলে সে দেশে অকাল নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ল। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, এর পর প্রেসিডেন্ট সে দেশের আইনসভা ভেঙে দিতে পারেন। অন্তর্বর্তী নির্বাচন ঘোষণা করতে পারেন। সে ক্ষেত্রে এ বছর সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ নির্বাচনে যেতে পারে ইউরোপের এই দেশটি। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বভার সামলাবেন দ্রাঘি।
আন্তর্জাতিক স্তরে পরিচিত ৭৪ দ্রাঘি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের প্রধান ছিলেন। ২০২১ সালে করোনা বিধ্বস্ত ইটালির প্রধানমন্ত্রী হন তিনি।