israel

Israel politics: চার বছরে পাঁচ নির্বাচন! আবার সরকারের পতন ইজরায়েলে, ভোট নভেম্বরে

ইয়াইর লাপিদ তদারকি সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন। তিনি বিদায়ী জোট সরকারের বিদেশ মন্ত্রী ছিলেন। শুক্রবার মধ্যরাতে তিনি কার্যভার গ্রহণ করবেন।

Advertisement

সংবাদ সংস্থা

জেরুজালেম শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ২১:২৬
Share:

রাজনৈতিক অস্থিরতায় কিছুটা বিপর্যস্ত ইজরায়েল।

ভেঙে দেওয়া হল ইজরায়েলের আইনসভা। আইনসভার সদস্যরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে গত চার বছরে এই নিয়ে পাঁচ বার আইনসভা ভেঙে দেওয়া হল। বৃহস্পতিবার ইজরায়েলের পার্লামেন্টের ৯২ জন সদস্য ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেন। আগামী নভেম্বর মাসে ফের ভোট হতে চলেছে ওই দেশে। ইয়াইর লাপিদ তদারকি সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন। তিনি বিদায়ী জোট সরকারের বিদেশ মন্ত্রী ছিলেন। শুক্রবার মধ্যরাতের পর তিনি কার্যভার গ্রহণ করবেন। তিনিই হবেন দেশের চতুর্দশ প্রধানমন্ত্রী।

Advertisement

বর্তমান সরকারের এক বছর পূর্ণ হওয়ার আগেই সরকারের পতন হল। ১২ বছরের ক্ষমতায় থাকার পর বেঞ্জামিন নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই আবার ভোটের পথে হাঁটল দেশ। ১ নভেম্বর ইজরায়েলে ভোট অনুষ্ঠিত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement