ইরান সেনার নিহত কমান্ডার সঈদ রাজ়ি মৌসাভি। ছবি: রয়টার্স।
গাজ়া ভূখণ্ডে হামাস বিরোধী অভিযানের মধ্যেই সিরিয়ায় হামলা চালাল ইজ়রায়েলি সেনা। রাজধানী দমাস্কাসের উপকণ্ঠে জেইনাবিয়া এলাকায় বোমা হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার সঈদ রাজ়ি মৌসাভি। মঙ্গলবার ইরানের সরকার সমর্থিত টেলিভিশন চ্যানেল তসনিমে প্রকাশিত খবরে এই দাবি করা হয়েছে।
ইরান সেনার ‘এলিট’ বাহিনী ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’ (আইআরজিসি)-এর শীর্ষস্থানীয় কমান্ডার মৌসাভি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর পক্ষে গৃহযুদ্ধে অংশ নিতে কয়েক বছর ধরেই সে দেশে ছিলেন। এর আগেও বেশ কয়েক বার তাঁকে খুনের চেষ্টা চালিয়েছিল ইজ়রায়েলি সেনা। তবে ঠিক কী ভাবে মৌসাভির মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি ইরান।
ইরান সরকার হুঁশিয়ারি দিয়েছে, মৌসাভি হত্যার পরিণাম টের পাবে ইরান। প্রসঙ্গত, এর আগে ২০২০ সালে ইরাকের বাগদাদে আমেরিকার ড্রোন হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড কোরের প্রধান কাসেম সোলেমানি নিহত হয়েছিলেন। তার পর এই প্রথম পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে শীর্ষ স্তরের সামরিক কমান্ডারকে হারাল তেহরান।
আশির দশক থেকেই রেভল্যুশনারি গার্ড বাহিনীর অফিসার মৌসাভি সিরিয়ায় সক্রিয় ছিলেন। পাশাপাশি, লেবাননের হিজ়বুল্লা এবং স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠীগুলির সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ইজ়রায়েলের বিরুদ্ধে যুদ্ধে হিজ়বুল্লাকে মদত দিতে ইতিমধ্যেই ইরান সেনার ইমাম হুসেন ব্রিগেডের কয়েকটি ব্যাটেলিয়ন লেবাননে পৌঁছেছে। মৌসাভির তত্ত্বাবধানেই তারা সিরিয়া দিয়ে লেবাননে ঢুকে গুরুত্বপূর্ণ সামরিক কৌশলগত অঞ্চলগুলিতে ঘাঁটি গড়েছে বলে পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের দাবি।