সোমবার সন্ধ্যায় ঢাকার গুলশন এলাকায় ইতালীয় নাগরিক সিজার তাবেলাকে হত্যা করল কে?
কোনও একটি ওয়েবসাইটে নিজেদের আইএস (ইসলামিক স্টেটস) বলে পরিচয় দিয়ে এই খুনের দায় স্বীকার করেছে একটি সংগঠন। জঙ্গি হুমকির ওপর নজরদারি করা মার্কিন সংগঠন ‘সাইট ইনটেলিজেন্স গ্রুপ’-ও তাদের ওয়েবসাইটে আইএস-এর দায় স্বীকারের বিষয়টি জানিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার এই দাবি মানছে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘‘এই হত্যাকাণ্ডে আইএস জড়িত বলে যে কথা বলা হচ্ছে, প্রাথমিক তদন্তে তার সত্যতা মেলেনি। বাংলাদেশে আইএস-এর অস্তিত্ব নেই।’’ মন্ত্রী জানান, মঙ্গলবার বিকেলে খুনের তদন্তভার পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা সব রকম বিকল্পই তদন্ত করে দেখছে।
একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন সিজার তাবেলা (৫০) নামে ওই ইতালীয়। সোমবার সন্ধ্যায় কূটনৈতিক এলকা গুলশনের ৯০ নম্বর সড়কে জনা তিনেক আততায়ী মোটরসাইকেলে চড়ে এসে তাঁকে গুলি করে হত্যা করে। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রকল্পের কাজকর্ম বিলিবণ্টনে তাবেলার হাত ছিল। হয়তো তা থেকেই কিছু শত্রু হয়েছিল তাঁর। তবে খুনে জঙ্গিদের হাত থাকার বিষয়টিও তদন্তের এক্তিয়ারে থাকছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার ক্রিকেট দল নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর পিছিয়ে দিয়েছে। তার পরে তাবেলার এই খুনে ঢাকার বিদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঢাকার আমেরিকান ক্লাব অনির্দিষ্ট কাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলও মঙ্গলবার বন্ধ রাখা হয়। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা ও আমেরিকা বাংলাদেশে থাকা তাদের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। ঢাকায় বিদেশি অফিস ও নাগরিকদের ওপর জঙ্গি হামলার সতর্কবার্তা জারি করেছে অস্ট্রেলিয়া, আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশ। আমেরিকা ও কানাডা তাদের দূতাবাস কর্মীদের বড় জমায়েত বা আন্তর্জাতিক হোটেলে কোনও অনুষ্ঠানে অংশ নেয়া থেকে বিরত থাকতে বলেছে।