ফাইল চিত্র।
বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার ‘ঘৃণাভাষণ’ প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাইয়ার মধ্যে। ভারতের বিদেশ মন্ত্রক এই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে। এর পরই ওই বৈঠক নিয়ে ইরান তাদের আগের মন্তব্য টুইটার থেকে মুছে দেয়।
ইরানের তরফে আগের বিবৃতিতে উল্লেখ করা হয়েছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নাকি হোসেইনকে আশ্বস্ত করেছেন বিতর্কিত মন্তব্যকারীকে উচিত শিক্ষা দেওয়া হবে। পরে অবশ্য ইরানের বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে ওই বাক্যটির হদিস মেলেনি।
বৃহস্পতিবার ভারতের বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচী জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনাতে বিষয়টি ওঠেইনি। ভারত তাদের আগেই অবহিত করেছিল ওই মন্তব্য রাষ্ট্রের মতামতকে প্রতিফলিত করে না।
বিজেপির প্রাক্তন মুখপাত্রের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যে কুয়েত, কাতার-সহ বিভিন্ন উপসাগরীয় দেশ ভারতের সমালোচনা করেছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।