Indonesia

৭৮ বছরের বর আর ১৭-র বউ, বিয়ে টিকল ২২ দিন

কিন্তু এক মাসও টিকল না সেই দাম্পত্য। বিয়ের ২২ দিন পরই বিচ্ছেদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২০ ১৪:২০
Share:

৭৮ বছরের আবা সারনা এবং ১৭ বছরের ননি নভিতা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

১৭ বছরের কিশোরীকে বিয়ে করেছিলেন ৭৮ বছরের বৃদ্ধ। মাস খানেক আগের ইন্দোনেশিয়ার পশ্চিম জাবা দ্বীপের সুবাং এলাকার এই বিয়ে নিয়ে হইচই হয়েছিল বিস্তর। বয়সের পার্থ্যকের কারণেই এত আলোচনা। কিন্তু এক মাসও টিকল না সেই দাম্পত্য। বিয়ের ২২ দিন পরই বিচ্ছেদ। গত ৩০ অক্টোবর হয়েছে তাঁদের বিবাহ বিচ্ছেদ।

Advertisement

৭৮ বছরের ওই বৃদ্ধের নাম আবা সারনা। ১৭ বছরের পাত্রীর নাম ননি নভিতা। সম্প্রতি নভিতাকে বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠান আবা। তা দেখেই হতভম্ভ হয়েছেন নভিতার পরিবারের লোকেরা। কারণ, ওই দম্পতির মধ্যে কোনও রকম গোলমাল ছিল না। নভিতার বোন ইয়ান সে দেশের এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমি বিস্মিত। ওঁদের মধ্যে কোনও মনোমালিন্য নেই।’’ ৭৮ বছরের আবাকে নিয়ে তাঁদের কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। আবা ও তাঁর পরিবারের দিক থেকেই সমস্যার কারণে এই বিচ্ছেদ বলে জানিয়েছেন ইয়ান।

বিচ্ছেদের চিঠি পেয়ে তাঁর বোন অবসাদগ্রস্ত হয়েছিলেন বলে দাবি করেছেন ইয়ান। তিনি বলেছেন, ‘‘এই খবর পাওয়ার পর একদিন কোনও খাবার খায়নি আমার বোন।’’ অন্য দিকে, আবার পরিবারের অভিযোগ ছিল, বিয়ের আগেই অন্তসত্ত্বা ছিলেন নভিতা। কিন্তু এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন নভিতার বোন ইয়ান।

Advertisement

আরও পড়ুন: জয়ের কাছাকাছি বাইডেন, হাল ছাড়তে রাজি নয় ট্রাম্প শিবির

আরও পড়ুন: টাকার বদলে নারকেল দিলেই পড়া যাবে বালির এই কলেজে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement