সেতুরামন পঞ্চনাথন। —ফাইল চিত্র
ভারতীয়-মার্কিন কম্পিউটার বিজ্ঞানী সেতুরামন পঞ্চনাথনকে আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ)-এর শীর্ষপদে বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিকিৎসা সংক্রান্ত বিষয় বাদে এ দেশের যাবতীয় গবেষণা ও বিজ্ঞান শিক্ষায় সহায়তা করে এনএসএফ। সেতুরামন পদার্থবিদ্যায় স্নাতক হন মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে, ১৯৮১ সালে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা বেঙ্গালুরুর আইআইএসসি-তে। পদপ্রাপ্তির খবরে ৫৮ বছর বয়সি সেতুরামনের বিনয়ী প্রতিক্রিয়া, ‘‘সম্মানিত বোধ করছি।’’ বর্তমানে তিনি অ্যারিজ়োনা স্টেট ইউনির্ভাসিটির এগজ়িকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট ও চিফ রিসার্চ অ্যান্ড ইনোভেশন অফিসার।
গবেষণায় অভিজ্ঞতার বিপুল ভাণ্ডারের কারণেই ট্রাম্প মর্যাদাপূর্ণ এই পদে সেতুরামনকে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্তা। যদিও ট্রাম্প নিজেই ভোট কুড়িয়েছিলেন, বিদেশিরা কেন আসবে, কেন কেড়ে নেবে এ দেশের কাজ— এই সব যুক্তিকে সামনে রেখে। ক্ষমতার অপব্যবহার ও মার্কিন কংগ্রেসের কাজে হস্তক্ষেপের জন্য তিনি ইমপিচড হয়েছেন সদ্য।