Washington

নিজের দেশে যান, আমেরিকার কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য প্রমীলা জয়পালকে হুমকি

বৃহস্পতিবার পাঁচটি অডিয়োবার্তার একটি সংকলন টুইটারে পোস্ট করেন সিয়াটল থেকে ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এর সদস্য প্রমীলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ২০:১১
Share:

প্রমীলা জয়পাল

লাগাতার অডিয়োবার্তা পাঠিয়ে লেখার অযোগ্য ভাষায় গালিগালাজ। এমনকি, দেশ ছাড়ার হুমকিরও স্বীকার হলেন আমেরিকান কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য প্রমীলা জয়পাল। তাঁকে পাঠানো অডিয়োবার্তার কিছু অংশ নেটমাধ্যমে পোস্টও করেছেন তিনি। প্রমীলা লিখেছেন, ‘সাধারণত রাজনীতিক তাঁদের দুর্বলতা প্রকাশ্যে আনেন না। কিন্তু আমি এটা করতে বাধ্য হলাম কারণ, হিংসাকে মেনে আমাদের নতুন নীতি হতে পারে না।’ প্রসঙ্গত, ওই অডিয়োবার্তার সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি।

Advertisement

বৃহস্পতিবার পাঁচটি অডিয়োবার্তার একটি সংকলন টুইটারে পোস্ট করেন সিয়াটল থেকে ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এর সদস্য প্রমীলা। তাতেই এক পুরুষ-কণ্ঠকে প্রমীলার উদ্দেশে টানা ‘ঘৃণ্য’ কথাবার্তা বলতে শোনা যাচ্ছে। যদিও তার মধ্যে অনেক কথাই ‘বিপ’ করে দেওয়া হয়েছে। যতটুকু শোনা গিয়েছে, তাতে প্রমীলা ওই পুরুষ-কণ্ঠধারী ব্যক্তি বলেন, ‘‘জীবনের সব চেয়ে খারাপ সময়ের জন্য অপেক্ষা করুন। মজা হবে। ভীষণ মজা হবে! আপনার জীবন তছনছ করে দেব। আপনার সঙ্গে যা ঘটা উচিত, তা-ই ঘটবে। সময় থাকতে থাকতে আমেরিকা ছেড়ে নিজের দেশে চলে যান।’’ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে জড়িয়েও কিছু কথা বলতে শোনা গিয়েছে ওই পুরুষ-কণ্ঠের মালিককে।

ঘটনাচক্রে, চলতি গ্রীষ্মেই পিস্তল হাতে এক ব্যক্তিকে প্রমীলার বাড়ির সামনে থেকে আটক করেছিল পুলিশ। ব্রেট ফর্সেল নামে ৪৯ বছর বয়সি ওই বন্দুকধারীকে পরে গ্রেফতার করা হয়। যদিও ওই ঘটনার সঙ্গে অডিয়োবার্তার কোনও যোগ আছে কি না, তা স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement