রবি সোলাঙ্কি। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
করোনা পরিস্থিতি সামাল দিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করায় ব্রিটেনে সম্মানিত হলেন ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। নোভেল করোনার প্রকোপে সে দেশে যখন মৃত্যুমিছিল অব্যাহত, সেইসময় বন্ধু রেমন্ড সিয়েমস-এর সঙ্গে মিলে একটি ওয়েবসাইট তৈরি করেন রবি সোলাঙ্কি নামের ওই যুবকের, যার মাধ্যমে সে দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়। সেই কাজের জন্যই রবি এবং রেমন্ডকে অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হল।
গত কয়েক মাস ধরে চলে আসা অতিমারি পরিস্থিতিতে সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন যাঁরা, তাঁদের মধ্যে থেকে ১৯ জন ব্যক্তি, দল এবং সংগঠনকে সম্মানিত করা হয়েছে। তাতে শামিল রয়েছে ফিজিশিয়ান হিসেবে কর্মরত রবি সোলাঙ্কির সংস্থাও। জানা গিয়েছে, কোভিডের বিরুদ্ধে সামনে থেকে যাঁরা লড়াই করছেন, সেইসমস্ত চিকিৎসাকর্মীদের জন্য কিছু করতে চেয়েছিলেন রবি ও রেমন্ড। যেমন ভাবনা তেমন কাজ। মাত্র দু’দিনের মধ্যে একটি ওয়েবসাইট খুলে ফেলেন তাঁরা।
তাঁদের তৈরি www.helpthemhelpus.co.uk
আরও পড়ুন: ‘পিএম কেয়ার্স’-এর অর্থ জাতীয় ত্রাণ তহবিলে হস্তান্তর করা যাবে না: সুপ্রিম কোর্ট
আরও পড়ুন: বিজেপি এবং আরএসএস নেতাদের খুনের পাক ছক, সতর্ক করল কেন্দ্র
ওই ওয়েবসাইট মারফত গত তিন মাসে প্রায় ৯০ হাজার স্বাস্থ্যকর্মীর কাছে সাহায্য পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে।