সেনা সরাচ্ছে ভারত ছবি: টুইটার থেকে।
আফগানিস্তানের কন্দহরে তালিবান ও লস্কর ই তৈবা জঙ্গিদের সঙ্গে আফগান সেনার সংঘর্ষ বেড়েই চলেছে। এই অবস্থায় কন্দাহর থেকে প্রায় ৫০ জন ভারতীয় কূটনীতিবিদ ও নিরাপত্তারক্ষীদের বার করে নিয়ে এল নয়াদিল্লি। ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে করে তাঁদের ফিরিয়ে আনা হয়েছে।
শনিবার ভারত জানিয়েছে, এই মুহূর্তে কাবুল, কন্দহর ও মাজার-ই-শরিফে ভারতীয় দূতাবাস বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজ শুরু হবে। যদিও আফগানিস্তানের তরফে জানানো হয়েছিল, এই সংঘর্ষের ফলে ভারতীয় কূটনীতিবিদদের যাতে কোনও সমস্যা না হয় সে দিকে সব রকমের নজর রাখা হচ্ছে।
আফগানিস্তানের দক্ষিণে কন্দহর ও হেলমন্দ এলাকায় তালিবানি জঙ্গিদের সঙ্গে প্রায় সাত হাজার লস্কর জঙ্গি যোগ দিয়েছে। তার ফলে সংঘর্ষ বেড়েই চলেছে। আফগান সেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার কন্দহর শহরে প্রবেশ করে জঙ্গিরা। তার পরে বেশ কয়েকটি জায়গা নিজেদের দখলে নিয়ে নেয় তারা। বেশ কয়েকটি ঘরে ঢুকে সেখানকার বাসিন্দাদের পণবন্দি বানায় তারা। আফগান সেনার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত সংঘর্ষে ৭০ জন তালিবানি জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের হাতে বন্দি প্রায় দু’হাজার পরিবারকে মুক্ত করে সুরক্ষিত স্থানে নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছে তারা।