প্রতীকী ছবি।
মাত্র পাঁচ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে ভারত। এমনই পূর্বানুমান করছে আমেরিকার প্রখ্যাত আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা ‘মর্গ্যান স্ট্যানলি’। এই সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী দশ বছরের মধ্যে ভারতে জিডিপি বৃদ্ধির হার ৩.৪ লক্ষ কোটি ডলার থেকে ৮.৫ লক্ষ কোটি ডলার হতে চলেছে। সংস্থাটির পূর্বাভাস মোতাবেক ভারত যদি জিডিপি বৃদ্ধির হার ওই মাত্রায় নিয়ে যেতে পারে, তবে আড়েবহরে আমেরিকা ও চিনের অর্থনীতির পরেই থাকবে ভারতের অর্থনীতি।
কিন্তু ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের অর্থনীতির এই তড়িৎ গতির উত্থানের কারণ কী? ‘মর্গ্যান স্ট্যানলি’র মতে, বিনিয়োগের পরিমাণ বাড়াতে সরকারি স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে ভারত। তা ছাড়াও ভারতের বৃহত্তর জনগোষ্ঠী, ডিজিটাল প্রযুক্তির উপর জোরও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করছে বলে মত সংস্থাটির।
এ প্রসঙ্গে সংস্থাটির অন্যতম প্রধান অর্থনীতিবিদ চেতন আহিয়া একটি দৈনিককে জানিয়েছেন, ভারত ধাপে ধাপে প্রতি বছর তাদের জিডিপিতে ৪০ হাজার কোটি ডলারেরও বেশি অর্থ যুক্ত করতে পারছে। সংস্থাটির পূর্বাভাসের সঙ্গে সহমত হয়েছে অন্যান্য অগ্রণী সংস্থাও। তাদের অনেকের মতে বহুজাতিক সংস্থাগুলির বিনিয়োগের পরিমাণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি— সব কিছুকে মাথায় রেখেই এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
‘মর্গ্যান স্ট্যানলি’র এক অর্থনীতিবিদের মতে, বহুকেন্দ্রিক এই পৃথিবীতে বৃহৎ সংস্থাগুলি যখন তাদের উৎপাদন প্রক্রিয়াকে বিকেন্দ্রীভূত করতে চাইছে, তখনও ভারত বিনিয়োগের অন্যতম সেরা গন্তব্য হিসাবে নিজের অবস্থান বজায় রেখেছে। ওই অর্থনীতিবিদ আরও জানান, ভারতের অর্থনীতি এখন যে জায়গায় আছে, ভারতের পড়শি দেশ চিন সে জায়গায় ২০০৭ সালে ছিল। কিন্তু ভারতের জনগোষ্ঠীর গড় বয়স চিনের তুলনায় অনেক কম হওয়ায় ভারতের ক্রম অগ্রগতির হার বেজিংয়ের তুলনায় বেশি হবে।