India

ভুয়ো তথ্য, দিল্লির জবাব

ভারত সরকারের সঙ্গে সরাসরি এই চক্রের যোগ না-পাওয়া গেলেও একটি ভারতীয় সংস্থার নাম উঠে এসেছে। গত কাল এই রিপোর্টকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে তোপ দাগে পাক বিদেশ মন্ত্রক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ০৩:২৫
Share:

প্রতীকী ছবি।

ব্রাসেলস ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাম্প্রতিক অনুসন্ধান রিপোর্ট গত কাল সংবাদমাধ্যমে আসায় চাঞ্চল্য তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ায়। সেখানে বলা হয়, একটি ভুয়ো ওয়েবসাইট চক্র পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। ভারত সরকারের সঙ্গে সরাসরি এই চক্রের যোগ না-পাওয়া গেলেও একটি ভারতীয় সংস্থার নাম উঠে এসেছে। গত কাল এই রিপোর্টকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে তোপ দাগে পাক বিদেশ মন্ত্রক। আজ নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব একটি বিবৃতিতে পাল্টা জবাবে বলেছেন, ‘দায়িত্বশীল গণতন্ত্র হিসেবে ভারত কখনই ভুয়ো খবর প্রচার করে না। আসলে ভুয়ো সংবাদ ও তথ্য পরিবেশনের কথা উঠলে প্রতিবেশীর দিকেই তাকানো ভাল। তাদেরই ভুল তথ্য প্রচার করতে হয়, যারা ওসামা বিন লাদেন-সহ নানা আন্তর্জাতিক জঙ্গিদের লুকিয়ে রাখে। মুম্বই হামলায় নিজেদের ভূমিকা আড়াল করার ব্যর্থ চেষ্টা করে যায়।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement