মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো। -ফাইল ছবি।
টেলিযোগাযোগ ক্ষেত্র, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ব্যবসা করে যে বহুজাতিক সংস্থাগুলি, তাদের মনোযোগ চিনের থেকে টেনে এনে নিজেদের দিকে ঘুরিয়ে দিতে পারে ভারতই। ভারতের সামনে সেই সুযোগ রয়েছে। আমেরিকা-সহ বিভিন্ন দেশের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেই ভারতের পক্ষে এটা সম্ভব বলে মনে করেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো।
ভারত ও আমেরিকার বিজনেস কাউন্সিলের (ইউএসআইবিসি) ‘ইন্ডিয়া আইডিয়াজ সামিট’ শীর্ষক বার্ষিক অনুষ্ঠানের ভার্চুয়াল সম্মেলনে উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে বুধবার এ কথা বলেছেন পম্পেয়ো।
পম্পেয়োর কথায়, ‘‘ভারতই পারে ওই বহুজাতিক সংস্থাগুলির মনোযোগ চিনের থেকে নিজের দিকে টেনে আনতে। এটা ভারতের পক্ষে সম্ভব। কারণ, আমেরিকা-সহ বিভিন্ন দেশের আস্থা ও বিশ্বাস ভারত অর্জন করতে পেরেছে।’’
সাম্প্রতিক পরিস্থিতিতে চিনা কমিউনিস্ট পার্টির আগ্রাসী মনোভাব আগের চেয়ে অনেক স্পষ্ট হয়ে গিয়েছে বলেই ভারত ও আমেরিকার মতো গণতান্ত্রিক দেশগুলির কাঁধে কাঁধ মিলিয়ে চলার সময় এসেছে বলে জানিয়েছেন মার্কিন বিদেশসচিব।
আরও পড়ুন: নিশ্চিন্ত থাকা যাবে না কোভিড সেরে গেলেও
আরও পড়ুন: পুরনো রূপেই ফিরল নতুন পর্বের লকডাউনের নিয়ন্ত্রণবিধি
পম্পেয়ো বলেছেন, ‘‘যাতে বিশ্বের মেধাসম্পদ রক্ষার সংগঠনে এমন কেউ জয়ী হন, যিনি সত্যি সত্যিই এই অধিকারকে মর্যাদা দেন, তার জন্য আমরা (ভারত ও আমেরিকা) এক সঙ্গে কাজ করছি।
এর পাশাপাশি আমেরিকার সঙ্গে ব্যবসা ও বিনিয়োগের সম্পর্ককে আরও জোরদার করে তুলতে যে ভারতকে আরও ‘উদার দৃষ্টিভঙ্গি’র পরিচয় দিতে হবে, সে কথাও মনে করিয়ে দিতে ভোলেননি মার্কিন বিদেশসচিব।
পম্পেয়ো বলেন, ‘‘এটা আমি গত বছরও বলেছি। আবারও বলছি। আমেরিকার সঙ্গে যাতে ব্যবসা ও বিনিয়োগের সম্পর্ক আরও জোরদার হয়, তার জন্য ভারতকে আরও সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে। আরও উদার দৃষ্টিভঙ্গির পরিচয় দিতে হবে।’’