—ফাইল চিত্র।
সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানের দেশ উজ়বেকিস্তানকে সঙ্গে নিয়ে আজ নাম না করে পাকিস্তানকে বিঁধল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাবকাত মিরজিওয়েভ আজ এক ঘণ্টার দ্বিপাক্ষিক বৈঠক করলেন। বৈঠকে দু’জনেই সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। যৌথ বিবৃতিতেও স্থান পেয়েছে আন্তঃসীমান্ত সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর প্রসঙ্গটি। বক্তৃতায় মোদী বলেন, “সন্ত্রাসবাদ, মৌলবাদ এবং বিচ্ছিন্নতাবাদের প্রশ্নে আমাদের সঙ্গে উজ়বেকিস্তানের মানসিকতার মিল রয়েছে। দু’টি দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গেও আমাদের মতাদর্শ এক।“ যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সন্ত্রাসবাদীদের আশ্রয়, পরিকাঠামো, পুঁজি জোগানোর উৎসের বিরুদ্ধে লড়াই করতে দুই নেতা সংকল্পবদ্ধ।’’ বৈঠকে উঠে এসেছে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া ও যুদ্ধবিধ্বস্ত কাবুলের পুনর্গঠনের কথা।