International News

ফ্রান্সে ফের জঙ্গি হামলা, ঘাতক সহ হত ৪

এই ঘটনাটি যেখানে ঘটেছে, গাড়িতে তার থেকে মাত্র ১৫ মিনিট দূরত্বে, কার্কাসোঁয়ে শহরে বন্দুকবাজের গুলিতে গুরুতর জখম হয়েছেন এক পুলিশকর্মীও।প্যারিস পুলিশ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

ত্রেবেস শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ১৭:৩১
Share:

সেই সুপারমার্কেট, যেখানে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।

ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল ফ্রান্সে।

Advertisement

শুক্রবার দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ত্রেবেস শহরের একটি সুপারমার্কেটে ওই জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা ৪।

পুলিশ জানাচ্ছে, শুক্রবার বেলা সওয়া ১১টা নাগাদ এক বন্দুকবাজ আচমকা চড়াও হয় ‘সুপার ইউ’ নামে একটি সুপারমার্কেটের সামনে একটি গাড়ির উপর। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাতে বাধা দিতে গিয়ে এক পুলিশকর্মী গুরুতর জখম হন। তার পর গুলি ছুড়তে ছুড়তে সুপারমার্কেটে ঢুকে সেখান থেকে ৮ জনকে অপহরণ করে নিয়ে পালানোর চেষ্টা করে ওই বন্দুকবাজ। সেই সময়েই পুলিশ পিছু ধাওয়া করে ওই বন্দুকবাজের। তাতে পুলিশের সঙ্গে ওই বন্দুকবাজের গুলিযুদ্ধ হয় কিছু ক্ষণ। তাতে তিন পণবন্দির মৃত্যু হয়। পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই বন্দুকবাজও।

Advertisement

গুলি চালাতে চালাতেই বন্দুকবাজ নিজেকে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সদস্য বলে দাবি করে। সে ‘আল্লাহো আকবর’ বলে চিৎকার করছিল।

দেখুন ভিডিও

আরও পড়ুন- দুঃখিত, সব দায় আমারই, ক্ষমা চাইলেন মার্ক​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement