ফাইল চিত্র। ছবি ইনস্টাগ্রাম থেকে
তালিবদের মারণ-হুমকি সত্ত্বেও সঙ্গীতচর্চা তিনি থামাবেন না। আফগানিস্তানের বাইরেই গান-বাজনা চালিয়ে যেতে চান তিনি। অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়ে জানালেন আফগানিস্তানের বহুচর্চিত পপ-তারকা আরিয়ানা সইদ। তালিবান বাহিনীর কাবুল দখলের প্রাক-মুহূর্তে আফগানিস্তান ছেড়েছিলেন তিনি। আমেরিকার উদ্ধারকারী বিমানে চেপে নিজের একটি ছবি নেটমাধ্যমে পোস্ট করে আরিয়ানা জানিয়েছিলেন, তিনি জীবিতই আছেন। আগের রাতের বিনিদ্র ভয়াবহ অভিজ্ঞতা খুব তাড়াতাড়ি তিনি ভাগ করে নেবেন বলেও জানিয়েছিলেন।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ানা বললেন, ‘‘আফগানিস্তানের বাইরেও আমার অসংখ্য অনুরাগী রয়েছেন। আমি গান থামাব না। আফগানিস্তানের মানুষদের উৎসর্গ করেই সঙ্গীতচর্চা চালিয়ে যাব আমি।’’ বিগত দুই দশক ধরে আফগানিস্তানে নারী-স্বাধীনতা ও অধিকারের পক্ষে যাঁরা জোরালো সওয়াল করেছিলেন, তাঁদের মধ্যেই অন্যতম আরিয়ানা সইদ।
ফাইল ছবি
বর্তমানে তিনি দেশছাড়া হলেও আফগানিস্তানের মানুষদের জন্য তিনি আওয়াজ তুলবেন। তাঁর কথায়, ‘‘আমি আমার বক্তব্য প্রচার করবই। আফগানিস্তান ও আফগানদের জন্য কী করা যায়, তা দেখছি।’’