সম্মান রক্ষায় খুন স্বামী-স্ত্রীকে

ফরজানা পারভিন হত্যার স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। চলতি বছরের মে মাসে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার জন্য লাহৌর হাইকোর্টের বাইরে বাবা ও ভাইয়ের হাতে খুন হতে হয় বছর পঁচিশের ফরজানাকে। ফের সম্মানরক্ষার্থে খুনের অভিযোগ উঠল।

Advertisement

সংবাদ সংস্থা

লাহৌর শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৪ ০২:৩৪
Share:

ফরজানা পারভিন হত্যার স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। চলতি বছরের মে মাসে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার জন্য লাহৌর হাইকোর্টের বাইরে বাবা ও ভাইয়ের হাতে খুন হতে হয় বছর পঁচিশের ফরজানাকে। ফের সম্মানরক্ষার্থে খুনের অভিযোগ উঠল। তবে এ বার পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার জন্য হাত এবং পা কেটে ও গুলি করে হত্যা করা হল সদ্য বিবাহিত এক দম্পতিকে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকওয়ালের বাসিন্দা জাহির ইকবাল এবং করারের বাসিন্দা মারিয়াম বিবি দু’সপ্তাহ আগে আদালতে গিয়ে বিয়ে করেন। দু’জনেরই বয়স কুড়ির কোঠায়। জাহিরের পরিবার মারিয়ামের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন তাঁরা।

এর পরেই দু’জনে আদালতে গিয়ে বিয়ে সেরে ফেলেন। জাহির, জাহিরের মা-বাবা এবং ভাইদের বিরুদ্ধে অপরহণের মামলা দায়ের করে মারিয়ামের পরিবার। তবে পরিবারকে লুকিয়ে খুব বেশি দিন গা ঢাকা দিয়ে থাকা সম্ভব হল না জাহির-মারিয়ামের। কারণ শনিবার মারিয়ামের ভাইয়েরা খুঁজে বের করে ফেললেন তাঁদের ঠিকানা। আর এর পরেই দু’জনকে বেঁধে ফেলে জাহিরের পা কেটে ফেলেন তাঁরা। কুড়ুল দিয়ে কেটে ফেলেন মারিয়ামের হাতও। এর পর গুলি করেন দু’জনকে।

Advertisement

তবে দু’জনের হাত-পা কেটে ফেলার কথা অস্বীকার করেছে চাকওয়ালের জেলা পুলিশ অফিসার। তিনি দাবি করেছেন, জাহির এবং মারিয়ামকে গুলি করে খুন করেছে অভিযুক্তেরা। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement