গেইল ইন্ডিয়া লিমিটেড। সংগৃহীত ছবি।
দেশের বিভিন্ন রাজ্যে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল ইন্ডিয়া লিমিটেড। এই মর্মে সম্প্রতি সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্থায় বিভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় চিফ ম্যানেজার (রিনিউয়েবেল এনার্জি), চিফ ম্যানেজার (ইকোনমিস্ট), চিফ ম্যানেজার (ল), চিফ ম্যানেজার (মেডিক্যাল সার্ভিসেস) এবং চিফ ম্যানেজার (হিউম্যান রিসোর্স) পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ১৪।
বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪০ বা ৪৩ বছর। তবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। সমস্ত পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৯০,০০০-২,৪০,০০০ টাকা।
চিফ ম্যানেজার (ইকোনমিস্ট) পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইকোনমিক্স/ অ্যাপ্লায়েড ইকোনমিক্স/ বিজ়নেস ইকোনমিক্স/ ইকোনোমেট্রিক্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। পাশাপাশি, কোনও সরকারি বা নামী বেসরকারি সংস্থায় ইকোনমিস্ট/ অ্যানালিস্ট পদে ন্যূনতম ১২ বছর কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। একই ভাবে অন্য পদগুলির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
চাকরিপ্রার্থীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ২০০ টাকা। আগামী ১১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর বাছাই প্রার্থীদের গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।