Viral Video

গলায় মালা পরে হাসপাতালের মধ্যেই হিন্দি গানে উদ্দাম নাচ চিকিৎসক-নার্সদের! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের সেমিনার হলে ‘শ্বশুরাল গেন্দা ফুল’ এবং ‘কাটি রাত মেনে খেতো ম্যা তু আয়ি নহি’ গান চালিয়ে নাচছেন চিকিৎসক, নার্স-সহ হাসপাতালের বেশ কয়েক জন কর্মী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৬:২১
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

সরকারি হাসপাতালের মধ্যে মালা পরে বলিউড গানে উদ্দাম নাচ চিকিৎসক এবং নার্সদের! এমনই এক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে বারাণসী জুড়ে। বারাণসীর দীনদয়াল উপাধ্যায় জেলা হাসপাতালে চিকিৎসক এবং নার্সদের কোমর দোলানোর ওই ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছেয়ে গিয়েছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চার জন নার্সের পদোন্নতি উপলক্ষে হাসপাতালের অন্দরে একটি পার্টির আয়োজন করেছিলেন চিকিৎসকেরা। সেখানেই গান চালিয়ে খোশমেজাজে নাচার সময় ক্যামেরাবন্দি হন ওই চিকিৎসক এবং নার্সেরা।

Advertisement

ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের সেমিনার হলে ‘শ্বশুরাল গেন্দা ফুল’ এবং ‘কাটি রাত মেনে খেতো ম্যা তু আয়ি নহি’ গান চালিয়ে নাচছেন চিকিৎসক, নার্স-সহ হাসপাতালের বেশ কয়েক জন কর্মী। হাসপাতালের ‘চিফ অফ মেডিকেল স্টাফ’ দিগ্বিজয় সিংহকেও সেখানে দেখা গিয়েছে। চিকিৎসকদের কারও কারও গায়ে ছিল সাদা অ্যাপ্রন। কয়েক জন আবার সাধারণ পোশাকেই কোমর দোলাচ্ছিলেন। গলায় গাঁদা ফুলের মালা ঝুলিয়েও নাচতে দেখা গিয়েছে কোনও কোনও চিকিৎসককে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমালোচনার ঝড়ও উঠেছে।

এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও বিষয়টি নিয়ে সরব হয়েছেন অনেকে। হাসপাতালের মতো জায়গায় উচ্চস্বরে গান বাজানো এবং চিকিৎসকদের ওই ভাবে নাচ করা কতটা ন্যায়সঙ্গত, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement