নববর্ষেও উত্তাল হতে পারে হংকং

বুধবার দুপুরে হংকংয়ের সেন্ট্রাল বিজ়নেস স্কোয়ারে একটি মিছিল বেরোবে।

Advertisement

সংবাদ সংস্থা

হংকং শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২০ ০৪:১৩
Share:

ছবি রয়টার্স।

২০১৯ নতুন বছরেও পুরোদমে গণতন্ত্রের স্বার্থে লড়াই চালিয়ে যাবে হংকং। ২০২০-র প্রথম দিনেই শহর জুড়ে একাধিক মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি তারই প্রমাণ বলে ধারণা বিশেষজ্ঞদের। পরিস্থিতি সামাল দিতে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে প্রশাসনও। জানানো হয়েছে, বিভিন্ন জায়গায় কমপক্ষে ছ’হাজার পুলিশ মোতায়েন করা হবে বুধবার। ডিসেম্বরের গোড়ায় ‘সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টে’র ডাকা মিছিলে আট লক্ষ মানুষের সমাগম হয়েছিল। তবে বছরের প্রথম দিনের মিছিল সেই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

বুধবার দুপুরে হংকংয়ের সেন্ট্রাল বিজ়নেস স্কোয়ারে একটি মিছিল বেরোবে। মাস্ক পরেই তাতে শামিল হবেন বিক্ষোভকারীরা। যে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিক্ষোভকারীদের আহ্বান জানানো হয়েছে তার শিরোনাম— ‘২০১৯ ভুলবেন না— ২০২০তেও অটল থাকুন’। তা ছাড়াও মিছিল বেরোবে ভিক্টোরিয়া হারবারে। বিক্ষোভে সরগরম হয়ে উঠতে পারে একাধিক শপিং মলও। যা থেকে আশঙ্কা, বছরের প্রথম দিনেও ফের উত্তাল হয়ে উঠতে পারে হংকং। যে কোনও রকমের পরিস্থিতি মোকাবিলার জন্য তারা তৈরি বলে প্রশাসন সূত্রে খবর। প্রাথমিক পরিস্থিতি সামাল দিতে প্রায় হাজার ছ’য়েক পুলিশ তৈরি বলে জানান প্রশাসনিক কর্তারা। তবে প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। শুধু বুধবারই নয়। গোটা মাস জুড়েই তৎপর থাকবে প্রশাসন।

জুনে বিক্ষোভের সূত্রপাতের পর থেকে বছরের শেষ অবধি ৬ হাজার ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশ কমিশনার ক্রিস ট্যাংয়ের কথায়, শান্তি বিঘ্নিত হলে ফের তাঁরা কড়া পদক্ষেপ এবং গ্রেফতারির পথে হাঁটবেন।

Advertisement

‘সিভিল হিউম্যান রাইটস ফ্রন্ট’-এর এক নেতা জিমি শ্যামের কথায়, ‘‘বছরের প্রথম দিনই আমাদের সরকারকে আমাদের সংহতির পরিচয় দিতে হবে। আশা করছি, হংকংয়ের ভবিষ্যতের স্বার্থে বহু মানুষ কাল রাস্তায় নামবেন।’’ অন্য দিকে নতুন বছরে হংকংয়ে স্থিতি এবং সমৃদ্ধি ফেরানোর আহ্বান জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement