স্বামী খুন হয়েছেন সপ্তাহখানেক আগে।
তবু ভালবাসা আর স্বার্থহীনতার বার্তাই প্রচার করতে উৎসাহ দিলেন সোনাল কপূর। ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী হার্নিশ পটেলের স্ত্রী সোনাল। গত ২ মার্চ সাউথ ক্যারোলাইনার ল্যাঙ্কাস্টার কাউন্টিতে নিজের বাড়ির সামনে গুলি করে খুন করা হয় হার্নিশকে। যদিও এই খুনের পিছনে বর্ণবিদ্বেষের তত্ত্ব এখনও প্রমাণিত হয়নি। কাউকে গ্রেফতার করা হয়নি। তবু যে ভাবে ল্যাঙ্কাস্টার কাউন্টির লোকজন ও শেরিফ তাঁদের পাশে দাঁড়িয়েছেন, তাতে অভিভূত সোনাল।
গত বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমে একটি বিবৃতি দেন সোনাল। ল্যাঙ্কাস্টার কাউন্টির শেরিফের ডেপুটি ও গোয়েন্দাদের নিরলস সাহায্যের জন্য বিশেষ ধন্যবাদ বার্তা জানিয়েছেন। সোনালের ভাই নীরব পটেল বলেন, যে ভাবে সংবাদমাধ্যম এই খবর করেছেন, তাতেই বোঝা যাচ্ছে হার্নিশকে তাঁরা কত সম্মান করতেন। তিনি আরও বলেন, দুঃখ কাটিয়ে সোনাল আবার স্বাভাবিক জীবনে ফেরার
চেষ্টা করছেন।
তবে হার্নিশের মৃত্যুর কারণ নিয়ে মুখ খুলতে চাননি সোনাল ও নীরব। কারণ এখনও তদন্ত চলছে। নীরব শুধু বলেন, ‘‘হার্নিশের সঙ্গে আইনপ্রণেতাদের ভাল বন্ধুত্ব ছিল। ওঁদের প্রতি আমাদের বিশ্বাস আছে। ওঁরা ওঁদের কাজ করুক।’’
শেরিফের অফিস থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে। যাতে বলা হচ্ছে, এখনও পর্যন্ত তেমন নির্দিষ্ট কিছু তথ্য পাওয়া যায়নি যাতে খুনের কিনারা করা যায়। বিভিন্ন দিক খতিয়ে
দেখছেন তদন্তকারীরা।