ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
টাকা না পেলে গায়ে ছেড়ে দেওয়া হবে বিষধর গোখরো। ভিড় ঠাসা রেলের কামরায় এই ধরনের হুমকি শুনলে পিলে চমকাতে বাধ্য। হাতের মুঠোয় একটি সাপ, হাতে ধরা ঝাঁপিতে ফণা তুলেছে গোখরো। উত্তর ভারতগামী কোনও একটি ট্রেনের কামরায় ঘুরে ঘুরে সাপের ভয় দেখিয়ে টাকা আদায় করছেন এক ব্যক্তি। সেই ভিডিয়োই সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ‘ট্র্যাভেল উইথ বোন’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিপুল ভাবে নজর কেড়েছে সমাজমাধ্যমের। পোস্ট করার এক দিনের মধ্যেই দশ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োয় দেখা গিয়েছে, কেরালার বাসিন্দা অশ্বিন নামের এক ভ্রমণ ভ্লগার একটি ট্রেনের একটি সাধারণ কোচে তাঁর ভ্রমণের একটি চমকপ্রদ ঘটনার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, সেখানে এক জন ব্যক্তিকে খালি হাতেই দু'টি বিষধর সাপ নিয়ে উঠতে দেখেছেন। তিনি সাপ দু'টি নিয়ে যাত্রীদের ভয় দেখাচ্ছেন ও অর্থের দাবি করছেন। টাকা না পেলে সেই বিষাক্ত গোখরো গায়ে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বলে ভিডিয়োয় দাবি করেছেন ভ্লগার। ট্রেনের বার্থে শুয়ে থাকা যাত্রীদের দেহের কাছে সাপ দু'টি নিয়ে ভয় দেখাচ্ছেন ওই ব্যক্তি। যাঁকে দেখে প্রথমে বেদে সম্প্রদায়ের বলে ভুল করেন অশ্বিন। পরে তিনি জানতে পারেন সাপ দেখিয়ে ভয় দেখানো ওই ব্যক্তি স্থানীয় বাসিন্দা। সাপগুলি সত্যিই বিষাক্ত ছিল, না তাঁদের বিষ বার করে নিয়ে ভয় দেখানো হয়েছে, সে নিয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। এই ঘটনা দেখে বিস্মিত হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। গণপরিবহণে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা কী ভাবে ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।