তছনছ হয়ে যাওয়া ভিটের পথে আবার। জাবালিয়ায়। ছবি: রয়টার্স।
অবশেষে আজ শুরু হল হামাস-ইজ়রায়েল যুদ্ধবিরতি। সেই সঙ্গে বন্দি বিনিময়। তিন ইজ়রায়েলি পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস। প্রতি দফার ইজ়রায়েলি বন্দি-মুক্তিতে ৩০ জন প্যালেস্টাইনিকে ছাড়া হবে ইজ়রায়েলের জেল থেকে।
আজ শেষমুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল টানাপড়েন। গত কাল যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হয় ইজ়রায়েলের মন্ত্রিসভায়। তারা জানায়, যুদ্ধবিরতি চলাকালীন প্রথম দফায় ৭৩৭ জন প্যালেস্টাইনি বন্দিকে ইজ়রায়েলি জেল থেকে মুক্তি দেওয়া হবে। পরিবর্তে হামাস ৩৩ জন পণবন্দিকে ফেরত দেবে। কিন্তু আজ সকাল হতেই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, যে ৩৩ জন পণবন্দিকে ফেরত দেবে হামাস, তাঁদের নামের তালিকা আগে প্রকাশ করতে হবে। হামাস অবশ্য আপত্তি না-জানিয়ে বন্দিদের নাম প্রকাশ করে। কিছু দেরি হলেও এর পরেই আজ যুদ্ধবিরতি শুরু হয়। কাতার, আমেরিকা ও মিশরের মধ্যস্থতায় ১৫ মাস ধরে চলা যুদ্ধে সাময়িক ইতি।
প্রথমে শোনা গিয়েছিল, সকাল সাড়ে ৮টা নাগাদ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হবে। কিন্তু যে তিন ইজ়রায়েলি মহিলা বন্দিকে আজ মুক্তি দেওয়া হবে, হামাস তাঁদের নাম প্রকাশে দেরি করায় সমস্ত প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। শেষ ওই তিন মহিলার নাম ঘোষণার পরে বেলা সাড়ে ১১টায় যুদ্ধবিরতি শুরু হয়। তার প্রায় ৫ ঘণ্টা পরে ইজ়রায়েলি বন্দিদের রেড ক্রসের কর্মীদের হাতে তুলে দেয় হামাস। স্বেচ্ছাসেবী সংস্থাটি জানিয়েছে, গাজ়া স্ট্রিপে ইজ়রায়েলি প্রতিরক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বন্দিদের।
আজ যে তিন ইজ়রায়েলিকে মুক্তি দেওয়া হয়েছে, তাঁরা হলেন— ডোরোন স্টেনব্রিচার, এমিলি দামারি ও রোমি গোনেন। ৩১ বছর বয়সি ডোরোন স্টেনব্রিচার এক জন পশু-চিকিৎসা কর্মী। হামাসের হামলার সময়ে কিবুৎজ় কেফার আজ়া এলাকায় নিজের বাড়িতে ছিলেন তিনি। ২৮ বছর বয়সি এমিলি দামারি এক জন ব্রিটিশ-ইজ়রায়েলি নাগরিক। তাঁকেও ওই এলাকা থেকে অপহরণ করা হয়েছিল। ২৪ বছরের রোমি গোনেন সুপারনোভা ফেস্টিভ্যাল থেকে পালানোর সময়ে হামাসের হাতে বন্দি হন। হামাসের প্রকাশিত ৩৩ জন ইজ়রায়েলি পণবন্দির নামের তালিকা সমাজমাধ্যমে জানিয়েছে ইজ়রায়েল। তারা এ-ও জানিয়েছে যে, এই তালিকায় রয়েছে সর্বকনিষ্ঠ ও সবচেয়ে বয়স্ক ইজ়রায়েলি পণবন্দি।
বন্দি-বিনিময় প্রক্রিয়া অনেকটা এগিয়ে যাওয়ার পরেও অবশ্য অনিশ্চয়তার মেঘ কাটছে না। আজ যুদ্ধবিরতি শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেও উত্তর গাজ়ায় হামলা চালিয়েছে ইজ়রায়েল। আট জন প্রাণ হারিয়েছেন ওই হামলায়। ২৫ জন জখম। হামাস বারবার করে সতর্ক করেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তার মাসুল দিতে হবে ইজ়রায়েলকে। ও দিকে, যুদ্ধ থামানো নিয়ে ইজ়রায়েল সরকারের অন্দরমহলে টানাপড়েন চলছে। যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর জোট সরকারের কট্টরপন্থী নেতারা পদত্যাগ করছেন। ইজ়রায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির জানিয়েছেন, গাজ়ার যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে আজ তাঁর দলের একাধিক ক্যাবিনেট মন্ত্রী পদত্যাগ করছেন। নেতানিয়াহুর জোট সরকার ভেঙে ‘জুইশ পাওয়ার’ নামে ওই রাজনৈতিক দলটি বেরিয়ে যাওয়াতে অবশ্য সরকার পড়ে যাচ্ছে না। কিন্তু সরকারের উপর যে ঘরে-বাইরে চাপ বাড়ছে, তা বলাই
বাহুল্য।