আবু ধাবিতে ইয়েমেনের হুথি জঙ্গিগোষ্ঠীর হামলার পরের দিনেই পাল্টা হামলা চালাল সৌদি জোট সরকার। এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। ধ্বংস হয়েছে কয়েকটি বাড়ি। মঙ্গলবার সানায়। রয়টার্স
সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে সন্ত্রাসবাদী হামলায় নিহত ভারতীয়দের পরিচয় জানা গিয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। যদিও আমিরশাহিতে অবস্থিত ভারতীয় দূতাবাস দুই নিহতের পরিচয় এখনও প্রকাশ করেনি। তাঁদের পরিবারকে সমবেদনা জানিয়ে আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, নিহতদের দেহ দেশে ফেরানোর ব্যাপারে তৎপরতা শুরু করেছে আবু ধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস।
সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে আজ টুইট করে জানানো হয়েছে, নিহত দু’জনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা ভারতের নাগরিক। আমিরশাহি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে যাতে নিহতদের দেহ দ্রুত দেশে ফেরানো যায়। ওই দুই ভারতীয়ের পরিবারের সঙ্গেও দূতাবাসের আধিকারিকেরা যোগাযোগ করেছেন। আমিরশাহিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় সুধীর বলেছেন, ‘‘নিহতদের পরিবারকে যথাসম্ভব সহায়তা করবে ভারত সরকার।’’ ওই ভারতীয়েরা আমিরশাহির রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা অ্যাডনক হলের কর্মী ছিলেন। ওই সংস্থার তিনটি ট্যাঙ্কারে গত কাল বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রীর টুইট, ‘‘সংযুক্ত আরব আমিরশাহির বিদেশমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। দুই ভারতীয়ের প্রাণহানির জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি। এই ধরনের জঘন্য ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সব সময় সংযুক্ত আরব আমিরশাহির পাশে রয়েছে’। আমিরশাহির ভারতীয় দূতাবাসের টুইট, ‘গত কালের হামলায় ছ’জন আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে দু’জন ভারতীয়। প্রাথমিক চিকিৎসার পরে গত কাল রাতে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে’।
আবু ধাবিতে হামলার দায় নিয়েছে ইয়েমেনের হুথি জঙ্গিগোষ্ঠী। আজ সংগঠনের প্রধান রাজনৈতিক পরিষদের উপদেষ্টা আব্দুল ইলাহ হাজার বলেন, ‘‘কাল কোনও গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালানো হয়নি। এটা নেহাতই সতর্কবার্তা ছিল। ইয়েমেনকে যদি আমিরশাহি সামরিক সহায়তা বন্ধ না করে, তা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের হামলা হবে।’’ গত কালের জঙ্গি হামলার নিন্দায় সরব হয়েছে আমেরিকা, ব্রিটেন-সহ পশ্চিমী দেশগুলি।