গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
তৃণমূল নেতা আবুল নাসারের মৃত্যুরহস্যে ‘আত্মহত্যার’ তত্ত্ব ছাপিয়ে ক্রমশ জোরালো হচ্ছে ‘খুনের’ সম্ভাবনা। ময়নাতদন্তের রিপোর্ট শেষ পর্যন্ত যা-ই বলুক, এই মৃত্যু ঘিরে অনেক ধরনের টানাপড়েন ধরা পড়ছে পুলিশি তদন্তে। ত্রিকোণ প্রেম? না কি জমি ব্যবসার দ্বন্দ্ব? না কি অন্য কিছু? নেপথ্যে কী? আজও নজর থাকবে তদন্তের পথে।
রাজনীতির পথে আজ রাস্তায় নামছে তৃণমূল। বিষয়: অমিত শাহের মন্তব্য। প্রসঙ্গ: বিআর অম্বেডকর।
রাজ্য জুড়ে শাসকদলের প্রতিবাদ
ভারতের সংবিধান প্রণেতা বিআর অম্বেডকর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অভিযোগ বিরোধী-দলগুলির। সেই মন্তব্যের প্রতিবারে সোমবার দুপুরে রাজ্য জুড়ে কর্মসূচি পালন করবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলকে বার্তা দিয়েছেন, প্রতিটি ব্লকে, প্রতি জেলা সদরে এই কর্মসূচি পালন করতে হবে। গত সপ্তাহে সংসদের বক্তৃতায় শাহ অম্বেডকরকে অপমান করেছেন বলে অভিযোগ আনে কংগ্রেস। তারাও দেশব্যাপী কর্মসূচি নিচ্ছে।
বাঘবন্দি খেলা
শনিবার সকালে সাময়িক ভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ঠিকই। কিন্তু সন্ধ্যা থেকে আবার জ়িনতের গলার রেডিয়ো কলারের সঙ্কেত মিলতে শুরু করে। ‘স্যাটেলাইট নেটওয়ার্ক’ ব্যবহার করে বনকর্মীরা জানতেও পারছেন যে, আশপাশে এক কিলোমিটারের মধ্যেই কোথাও রয়েছে ওই বাঘিনি! কিন্তু কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছে না। যার ফলে শনিবার রাতেই ঝাড়গ্রামের তেলিঘানার জঙ্গল থেকে পুরুলিয়ার কুইলাপালের জঙ্গলে এসে হাজির হয়েছে সে। রবিবার সারা দিন সেখানেই ছিল জ়িনত। আজ বন দফতর ওড়িশার বাঘিনিকে বাগে আনতে পারে কি না, সে দিকে নজর থাকবে।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
মন্দারমণি মৃত্যুরহস্য
মন্দারমণিতে তৃণমূল নেতার রহস্যমৃত্যুতে ধৃত যুবক-যুবতীর পাঁচ দিনের পুলিশি হেফাজত হয়েছে রবিবার। আত্মহত্যা থেকে খুনের তত্ত্ব জোরালো হচ্ছে ক্রমশ। মৃতের স্ত্রীর দাবি, মূল অভিযুক্ত এখনও অধরা। সেই ‘মামু’র খোঁজ করছে পুলিশও। সম্পর্কের টানাপড়েন না কি সম্পত্তি সংক্রান্ত বিবাদ? আবুল নাসারের মৃত্যুর তদন্তে কী কী তথ্য উঠে আসছে, আজ নজর থাকবে সে দিকে।
বাংলাদেশের হাল
সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশের একাংশ। যা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপড়েন চলছে। ৮ অগস্ট ক্ষমতায় এসেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই সময়ে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, এখনও তা পুরোপুরি স্বাভাবিক করা যায়নি বলে অভিযোগ। মানুষের মধ্যে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে দিকে দিকে। বার বার উঠছে নির্বাচনের দাবি। এই আবহে আজ বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকে, নজর থাকবে সে দিকে।
আবহাওয়া যেমন থাকবে
আপাতত চার দিন রাজ্যে ঠান্ডা পড়ছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ক’দিন রাতের তাপমাত্রার হেরফের হচ্ছে না। যদিও রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ঘন কুয়াশার কারণে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই তিন জেলায় দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে।