অবশেষে জনগণকে সতর্ক করে ১০টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করল গুগল। ফাইল চিত্র
ভারত-চিন সঙ্ঘাত সময় ধাপে ধাপে প্রচুর অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। এ বার সেই গুরুদায়িত্ব নিল গুগল নিজেই। কোনও বিশেষ সঙ্ঘাতের সূত্রে নয়, বরং জনতার নিরাপত্তার কারণেই এ নিষেধাজ্ঞা জারি। গুগল মারফত খবর, এই ১০টি অ্যাপ আপনার ফোনে থাকলেই হ্যাকারদের কাছে পৌঁছে যাবে ফোনে রাখা সব গোপন তথ্য। ফোনে আসা কোনও ওটিপি, পাসওয়ার্ড অথবা অন্য গুরুত্বপূর্ণ তথ্য যদি কপি করে আবার পেস্ট করেন, তবে সেই সব তথ্য ফাঁস হয়ে যাবে হ্যাকারদের কাছে। এমন কি হোয়াটস্অ্যাপে ডাউনলো়ড করা ফাইলেরও নাগাল পাবে হ্যাকারেরা।
সূত্রের খবর, বিশ্ব জুড়ে প্রায় ৬০ মিলিয়ন নেট ব্যবহারকারী এই অ্যাপগুলি নিজেদের স্মার্টফোনে রেখেছেন। গুগল প্লে স্টোরের নিজস্ব কিছু সিকিউরিটি চেকিং-এর ব্যবস্থা রয়েছে। কিন্তু এত দিন অ্যাপগুলি তাতে ধরা পড়েনি।
অবশেষে জনগণকে সতর্ক করে ১০টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করল গুগল।
রইল এই ১০টি অ্যাপের তালিকা:
১) স্পিড র্যাডার ক্যামেরা
২) এআই-মোআজিন লাইট
৩) অডিওস্ড্রয়েড অডিয়ো স্টুডিয়ো ডিএডব্লিউ
৪) ফুল কোরান এমপিথ্রি-৫০ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রান্সলেশন অডিয়ো
৫) স্মার্ট কিট ৩৬০
৬) ওয়াই-ফাই মাউস (রিমোট কন্ট্রোল পিসি)
৭) হ্যান্ডসেন্ট নেক্সট এসএমএস-টেক্সট উইথ এমএমএস
৮) কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার (অ্যাপসোর্স হাব)
৯) সিম্পল ওয়েদার অ্যান্ড ক্লক উইজেট (ডিফার)
১০) কিবলা কম্পাস-রমদান ২০২২